বিজেপি বাবরি মসজিদ ধ্বংসের পুরস্কার দিচ্ছে নরসিমাকে!
কংগ্রেস নেতা সাবেক প্রধানমন্ত্রী নরসিমা রাওয়ের স্মৃতি স্মারক স্থাপন করতে যাচ্ছে ক্ষমতাসীন বিজেপি! তাও আবার রাজধানী দিল্লিতে!
ভারতীয় রাজনীতিতে চরম বিরোধী মতের দলের পরলোকগত প্রধানমন্ত্রীর প্রতি বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দলের এই ‘সম্মান প্রদর্শনে’ অন্যরকম গন্ধ পাচ্ছেন উত্তর প্রদেশের সংসদীয় কার্য মন্ত্রী আজম খান। তার মতে, এটা অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসে ভূমিকার জন্য নরসিমহাকে পুরস্কার প্রদানের সামিল হবে।
প্রকাশিত সংবাদে জানা গেছে, মোদি সরকার দেশের অর্থনৈতিক সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার নরসিমা রাওকে এই সম্মান জানাতে চাচ্ছে।
হিন্দি পত্রিকা নভারত টাইমসের অনলাইন সংস্করণ মঙ্গলবার জানায়, বিজেপি সরকারের ওই উদ্যোগের প্রতিবাদে আজম খান বলেছেন, আমি জানতে পেরেছি কেন্দ্রীয় সরকার নরসিমা রাওয়ের সন্মানে একটি স্মৃতিস্মারক বানাতে যাচ্ছে। এটা আসলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সঙ্গে গোপন সমঝোতা করে ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস করে ৮ ডিসেম্বর সেখানে মন্দিরের ভিত্তি বানিয়ে দেওয়ার পুরস্কার।
তিনি আরও বলেন, বিজেপি সরকার চাচ্ছে ১৯৯২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী নরসিমার সঙ্গে আরএসএসের গোপন চুক্তির ফলে অযোধ্যায় যা ঘটেছে- তা যেন ইতিহাসের অংশ হয়ে যায় এবং দিল্লি পর্যটনে আসা দুনিয়ার বিভিন্ন দেশের মানুষের কাছে ওই অবমাননাকর ধ্বংসের বার্তা পৌঁছে দেওয়া।
তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড সমাজে পারষ্পরিক সম্পর্ক নষ্টে ভূমিকা রাখে, কিন্তু সম্পর্ক গড়তে ভূমিকা রাখে না।
নিউজবাংলাদেশ.কম/একে
নিউজবাংলাদেশ.কম








