News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:০৪, ৩১ মার্চ ২০১৫
আপডেট: ০২:১৭, ১১ ফেব্রুয়ারি ২০২০

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

তদন্ত কাজ শুরুর নির্দেশ শিক্ষামন্ত্রীর

তদন্ত কাজ শুরুর নির্দেশ শিক্ষামন্ত্রীর

ঢাকা: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে উদ্ভূত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছেন  শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পাশাপাশি কাল থেকে সরেজমিনে তদন্ত কাজ শুরু করারও নির্দেশ দেন তিনি।

মঙ্গলবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের গণতান্ত্রিক শিক্ষক ফোরাম সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ১০ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে এলে মন্ত্রী তাদের এ আশ্বাস দেন।

প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে উত্থাপিত অনৈতিক কর্মকাণ্ড, বিতর্কিত ৩০৭ কর্মচারী নিয়োগসহ নানা অভিযোগ তুলে ধরেন। তারা ঐতিহ্যবাহী এ বিশ্ববিদ্যালয়ের সম্মানহানি, অচলাবস্থা সৃষ্টি, পরিবেশ নষ্টেরও অভিযোগ করেন।

শিক্ষামন্ত্রী এসব অভিযোগ খতিয়ে দেখার জন্য গঠিত তদন্ত কমিটিকে আগামীকাল বৃহস্পতিবার থেকে সরেজমিন তদন্ত কাজ শুরু করার নির্দেশ দেন।

তদন্ত প্রতিবেদন পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন।

তিনি প্রতিনিধিদলের মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষা, গবেষণা, প্রশাসনিক সুষ্ঠু পরিবেশ বজার রাখতে দায়িত্বশীল ভুমিকা রাখার আহ্বান জানান।

প্রতিনিধিদলে গণতান্ত্রিক শিক্ষক ফোরাম সভাপতি অধ্যাপক ড. একেএম শামসুদ্দীন, অধ্যাপক ড. মো. শহীদ উল্লাহ তালুকদার (সাবেক উপাচার্য), অধ্যাপক ড. মো. আফজাল হোসেন (সাবেক উপাচার্য), অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন (সাবেক উপাচার্য), অধ্যাপক  ড. এএস মাহফুজুল বারী (সাবেক উপাচার্য), অধ্যাপক পরেশ মোদক, অধ্যাপক  ড. মঞ্জুরুল আলম, অধ্যাপক ড.  মো. রকিবুল ইসলাম খান, অধ্যাপক ড. একেএম জাকির হোসেন ও অধ্যাপক ড. মো. এনামুল হক।

নিউজবাংলাদেশ.কম/টিআইএস/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়