News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:০৩, ৩১ মার্চ ২০১৫
আপডেট: ০০:১৩, ১৮ জানুয়ারি ২০২০

ঢাকায় ভারত-বাংলাদেশ ম্যাচে বিদ্যুৎ বিভ্রাট

ঢাকায় ভারত-বাংলাদেশ ম্যাচে বিদ্যুৎ বিভ্রাট

ঢাকা: বাংলাদেশ-ভারত ম্যাচের মধ্যে হঠাৎই বিদ্যুৎহীন হয়ে পড়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। এএফসি অনূর্ধ্ব-২৩ দলের বাংলাদেশ ও ভারত ম্যাচের প্রধমার্ধের খেলা শেষে সন্ধ্যা সাতটায় স্টেডিয়ামের বিদ্যুৎ চলে যায়। এ কারণে ৩৩ মিনিট অন্ধকারে থাকে পুরো স্টেডিয়াম।

আন্তর্জাতিক ম্যাচের মধ্যে কী কারণে হঠাৎ করে স্টেডিয়ামে বিদ্যুৎ চলে গেল তার উত্তর দিতে পারেনি স্টেডিয়ামে কর্তৃপক্ষ। সন্ধ্যার পরেই স্টেডিয়ামের বিদ্যুৎ চলে যাওয়াতে চরম ভোগান্তিতে পড়েন স্টেডিয়ামে উপস্থিত দর্শক, খেলোয়াড় ও সংবাদকর্মীরা।

এরপর সন্ধ্যা সাতটা ৩৩ মিনিটে স্টেডিয়ামে বিদ্যুৎ চলে আসে। এর আগে বাংলাদেশ-ভারত ম্যাচে কোন দলই গোলের দেখা পায়নি। বাংলাদেশ ম্যাচের আগের খেলায় জয় পেয়েছে সিরিয়া।
মঙ্গলবার দিনের প্রথম খেলায় কাতারে ২০১৬ সালে অনুষ্ঠেয় এএফসি অনুর্ধ্ব-২৩ ফুটবল চ্যাম্পিয়নশিপের মূল পর্বের খেলার টিকিট পেয়েছে সিরিয়া।

উজবেকিস্তানকে ২-১ গোলে হারিয়ে ই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এই কৃতিত্ব দেখিয়েছে মধ্য প্রাচ্যের দেশটি।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়