News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫৫, ৩১ মার্চ ২০১৫
আপডেট: ০৭:২৪, ১৮ জানুয়ারি ২০২০

৬ প্রকল্প অনুমোদন

ভারত থেকে ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির সিদ্ধান্ত

ভারত থেকে ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির সিদ্ধান্ত

ঢাকা: দেশে বিদ্যুতের চাহিদা পূরণ করতে ভারত থেকে আরও ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার শেরেবাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভা শেষে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আব্দুল মান্নান অনুমোদন হওয়া ছয় প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি জানান, বাংলাদেশ (ভেড়ামার)-ভারত (বহরমপুর) বিদ্যমান গ্রিড আন্তঃসংযোগের ক্ষমতা বর্ধিতকরণ (৫০০মেগাওয়াট) প্রকল্পটিসহ একনেক মোট ৬ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।

অনুমোদিত প্রকল্পগুলো হলো- ত্রিপুরা (ভারত)-কুমিলা দক্ষিণ উপকেন্দ্র (বাংলাদেশ) গ্রিড আন্তঃসংযোগ প্রকল্প; বিসিক শিল্পনগরী, শ্রীমঙ্গল (১ম সংশোধিত) প্রকল্প, রৌমারী-তুরা স্থলবন্দর সড়ক নির্মাণ প্রকল্প; হেলথ, পপুলেশন অ্যান্ড নিউট্রিশন সেক্টর ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এইচএনপিএসপি) (সংশোধিত) প্রকল্প; বাংলাদেশের নির্বাচিত এলাকায় কুচিয়া ও কাঁকড়া চাষ ও গবেষণা প্রকল্প।

আব্দুল মান্নান বলেন, “৫২ হাজার ৭৭৮ কোটি ১১ লাখ টাকার মোট ৬টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন থেকে আসবে ৪০ হাজার ৪৮১ কোটি ৭৫ লাখ টাকা, সংস্থার নিজস্ব তহবিল থেকে আসবে ১১৭ কোটি ৭৬ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য ১২ হাজার ১৭৮ কোটি ৬০ লাখ টাকা।”

এর মধ্যে বাংলাদেশ (ভেড়ামার)-ভারত (বহরমপুর) বিদ্যমান গ্রিড আন্তঃসংযোগের ক্ষমতা বর্ধিতকরণ (৫০০মেগাওয়াট) প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৪০৪ কোটি ৮০ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৪৫৯ কোটি ৫৪ লাখ টাকা, সংস্থার নিজস্ব তহবিল ১০০ কোটি ৩৮ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য ৮৪৪ কোটি ৮৮ লাখ টাকা। জানুয়ারি ২০১৫ থেকে জুন ২০১৮ মেয়াদে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি) প্রকল্পটি বাস্তবায়ন করবে।

এছাড়া ভারত থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করতে ‘ত্রিপুরা (ভারত)-কুমিল্লা দক্ষিণ উপকেন্দ্র (বাংলাদেশ) গ্রিড আন্তঃসংযোগ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৭৯ কোটি ৪৫ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ১৬২ কোটি ৭ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল ১৭ কোটি ৩৮ লাখ টাকা। পিজিসিবি জানুয়ারি ২০১৫ থেকে জুন ২০১৬ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, নৌ মন্ত্রী শাজাহান খান প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/জেএস/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়