News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৩৮, ২৪ মার্চ ২০১৫
আপডেট: ০৫:৪৪, ১৮ জানুয়ারি ২০২০

অভিজিৎ হত্যাকাণ্ডে বুয়েট শিক্ষক ফারসীম মান্নানকে জিজ্ঞাসাবাদ

অভিজিৎ হত্যাকাণ্ডে বুয়েট শিক্ষক ফারসীম মান্নানকে জিজ্ঞাসাবাদ

ঢাকা: মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ও বিজ্ঞানবিষয়ক লেখক অভিজিৎ রায় হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক ফারসীম মান্নান মোহাম্মাদীকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জিজ্ঞাসাবাদ করেছে।

মঙ্গলবার রাজধানীর মিন্টোরোডের ডিবি কার্যালয়ে ফারসীম মান্নানকে প্রায় তিন ঘন্টা জিজ্ঞাসাবাদ করে ডিবি। মহানগর ডিবির যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ (মঙ্গলবার) দুপুর ডিবি কার্যালয়ে তাকে ডাকা হয়। পরে অভিজিৎ হত্যাকাণ্ডে তার কোন সংশ্লিষ্টতা আছে কিনা সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

এর আগে অভিজিৎ রায়ের বাবা অজিৎ রায়ের এ অভিযোগের ভিত্তিতেই বুয়েটের শিক্ষক ফারসী মান্নানের নাম উঠে আসে এই হত্যাকাণ্ডে সন্দেহ ভাজন হিসেবে।

প্রসঙ্গ, গত ২৬ ফেব্রুয়ারি রাতে অভিজিৎ রায় একুশে বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পাশে দুর্বৃত্তদের হামলায় নিহত হন তিনি। একই সময় আহত হন অভিজিতের স্ত্রী ব্লগার রাফিদা আহমেদ বন্যা। ফেসবুকে ফারসীম মান্নানের আমন্ত্রণে অভিজিৎ ও বন্যা আক্রান্ত হওয়ার পূর্বে বিজ্ঞানলেখকদের নিয়ে এক সভায় অংশ নিয়েছিলেন। ওই সভায় অভিজিৎ রায়ের হত্যাকারীরাও অংশ নিয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়