artk
বৃহস্পতিবার, অক্টোবার ১৭, ২০১৯ ১১:২৯   |  ২,কার্তিক ১৪২৬
মঙ্গলবার, মার্চ ২৪, ২০১৫ ৭:১০

চত্বর নৃত্য পরিচালনায় চীনা কর্তৃপক্ষের নির্দেশিকা

media

সারাদেশে স্কয়ার ড্যান্স বা চত্বর নৃত্য পরিচালনার নির্দেশিকা দিয়েছে চীনা কর্তৃপক্ষ। খোলা স্থান বা ময়দানে জমায়েত হয়ে একসাথে এক তালে নাচাকে বলা যায় স্কয়ার ড্যান্স বা চত্বর নৃত্য।

চীনে এই ধরণের নাচ অপেক্ষাকৃত বয়স্ক মহিলাদের মধ্যে বেশি জনপ্রিয়। সেখানে, বিশেষত রাতের দিকে খোলা ময়দান বা চত্বরে জমায়েত হয়ে নৃত্যের ছন্দে তারা মেতে ওঠেন।

চীনা কর্তৃপক্ষের ভাষ্য, এধরণের আয়োজনে অংশগ্রহণকারীদের অতি-উৎসাহ অনেকসময় বিপদ ডেকে আনে। পাশাপাশি, শব্দদুষণের অভিযোগও পাওয়া যায়।

দেশটির ফিটনেস কর্তৃপক্ষ এসব বিবেচনায় রেখে এ ধরণের আয়োজনের ক্ষেত্রে সারাদেশে ১২ টি অনুমোদিত রুটিনের মাধ্যমে সময় এবং মিউজিকের আওয়াজের মাত্রা বেধে দেওয়ার পরিকল্পনা করেছে।

দেশটির ক্রীড়া ও গণ ফিটনেস বিভাগের প্রধান লুই গুইয়োঙ রাষ্ট্র নিয়ন্ত্রিত চায়না ডেইলি পত্রিকাকে জানান, সারা দেশে জাতীয় মান ও গাইডলাইন অনুযায়ী কর্তৃপক্ষ এই নাচের আয়োজন করবেন।

ধারণা করা হচ্ছে, লক্ষ লক্ষ উৎসাহীরা বিশেষ করে অপেক্ষাকৃত বেশি বয়েসের নারীরা, যাদেরকে অনেকে নাচুনে বুড়ি বলে ডাকেন, তারা এতে অংশ নেবেন।

খোলা ময়দানে নৃত্যের মাধ্যমে ব্যায়ামের জন্য জমায়েতের আয়োজন নিয়ে দেশটিতে একধরণের উত্তেজনাও তৈরি হয়েছে।

সরকারি নির্দেশনায় স্কয়ার ড্যান্স বা চত্বর নৃত্যের কোরিওগ্রাফের জন্য একটি বিশেষজ্ঞ দলও রাখা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসজে

হাব সভাপতিকে ‘ধমক’ দিলেন ধর্ম সচিব স্পর্শকাতর জায়গা থেকে মোবাইল টাওয়ার সরানোর নির্দেশ ব্রেক্সিট চুক্তিকে ‘ক্ষতিকর’ বললেন টিউলিপ নতুন ব্রেক্সিট চুক্তি চূড়ান্ত: জনসন ছেঁড়া জিন্স পরে ট্রোলের শিকার সারা ইমরান খানের বিরুদ্ধে সাবেক স্ত্রী রেহাম খানের অভিযোগ যে কোনো মূল্যে পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ক্যাসিনো বাণিজ্য: কাউন্সিলর সাঈদকে অপসারণ পদ্মায় বিজিবি-বিএসএফ গোলাগুলি, বিএসএফ জওয়ান নিহত! জাতীয় লিগে লেগ স্পিনার না খেলানোয় দুই কোচকে বিসিবিতে তলব দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম, পটাশিয়াম সজিনা পাতায় ফারমার্স ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের বিরুদ্ধে মামলা ভারত সফরের জন্য টাইগারদের টি-টোয়েন্টি দল ঘোষণা আবাসিক হলে গাঁজা সেবন: ২ ছাত্রলীগ নেতা আটক বিদেশি শিল্পীর বিজ্ঞাপনে অতিরিক্ত কর দিতে হবে: তথ্যমন্ত্রী গ্রামীণফোনের ১২ হাজার কোটি টাকা আদায়ে নিষেধাজ্ঞা ২৪ ঘণ্টায় ২৪৮ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি পুঁজিবাজারের পতন রোধে বিক্ষোভে বিনিয়োগকারীরা আমি তো আসলে মরেই গিয়েছিলাম: ওবায়দুল কাদের কঠোরভাবে নিয়ম মানুন, ইউজিসিকে প্রধানমন্ত্রী গাড়ি নিবন্ধনে জালিয়াতি: মুসা বিন শমসেরের বিরুদ্ধে মামলা ট্রাম্পের চিঠি ‘ডাস্টবিনে ছুঁড়ে ফেলেছিলেন’ এরদোয়ান গণভবনে যাবেন না যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক! ঢাকা কলেজ ছেড়ে কুষ্টিয়া সরকারি কলেজে আবরারের ভাই পুঁজিবাজারে সব ধরনের সূচকে পতন পরীক্ষার হলে ঢুকে ২০ ছাত্রের চুল কেটে দিলেন মাদরাসা অধ্যক্ষ আনোয়ারায় অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে নিহত ২ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেতে নন এমপিও শিক্ষক-কর্মচারীদের অবস্থান যুদ্ধাপরাধ: রাজশাহীর টিপু সুলতানের রায় যে কোনো দিন আবরার হত্যার দায়ে ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি আ স ম রবের