চত্বর নৃত্য পরিচালনায় চীনা কর্তৃপক্ষের নির্দেশিকা
সারাদেশে স্কয়ার ড্যান্স বা চত্বর নৃত্য পরিচালনার নির্দেশিকা দিয়েছে চীনা কর্তৃপক্ষ। খোলা স্থান বা ময়দানে জমায়েত হয়ে একসাথে এক তালে নাচাকে বলা যায় স্কয়ার ড্যান্স বা চত্বর নৃত্য।
চীনে এই ধরণের নাচ অপেক্ষাকৃত বয়স্ক মহিলাদের মধ্যে বেশি জনপ্রিয়। সেখানে, বিশেষত রাতের দিকে খোলা ময়দান বা চত্বরে জমায়েত হয়ে নৃত্যের ছন্দে তারা মেতে ওঠেন।
চীনা কর্তৃপক্ষের ভাষ্য, এধরণের আয়োজনে অংশগ্রহণকারীদের অতি-উৎসাহ অনেকসময় বিপদ ডেকে আনে। পাশাপাশি, শব্দদুষণের অভিযোগও পাওয়া যায়।
দেশটির ফিটনেস কর্তৃপক্ষ এসব বিবেচনায় রেখে এ ধরণের আয়োজনের ক্ষেত্রে সারাদেশে ১২ টি অনুমোদিত রুটিনের মাধ্যমে সময় এবং মিউজিকের আওয়াজের মাত্রা বেধে দেওয়ার পরিকল্পনা করেছে।
দেশটির ক্রীড়া ও গণ ফিটনেস বিভাগের প্রধান লুই গুইয়োঙ রাষ্ট্র নিয়ন্ত্রিত চায়না ডেইলি পত্রিকাকে জানান, সারা দেশে জাতীয় মান ও গাইডলাইন অনুযায়ী কর্তৃপক্ষ এই নাচের আয়োজন করবেন।
ধারণা করা হচ্ছে, লক্ষ লক্ষ উৎসাহীরা বিশেষ করে অপেক্ষাকৃত বেশি বয়েসের নারীরা, যাদেরকে অনেকে নাচুনে বুড়ি বলে ডাকেন, তারা এতে অংশ নেবেন।
খোলা ময়দানে নৃত্যের মাধ্যমে ব্যায়ামের জন্য জমায়েতের আয়োজন নিয়ে দেশটিতে একধরণের উত্তেজনাও তৈরি হয়েছে।
সরকারি নির্দেশনায় স্কয়ার ড্যান্স বা চত্বর নৃত্যের কোরিওগ্রাফের জন্য একটি বিশেষজ্ঞ দলও রাখা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম








