News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৩৭, ২৪ মার্চ ২০১৫
আপডেট: ১৬:৫১, ১৮ জানুয়ারি ২০২০

সিটি নির্বাচনে ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

সিটি নির্বাচনে ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

ঢাকা: সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা অনুযায়ী এ ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে।

মঙ্গলবার ম্যাজিস্ট্রেট নিয়োগের বিষয়টি নির্বাচন কমিশন সচিবালয়কে চিঠি দিয়ে জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, ২৮ এপ্রিল ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং সাধারণ আসনের কাউন্সিলর নির্বাচনে ভোট নেয়া হবে। নির্বাচনী এলাকার আইন শৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ কার্যক্রম এবং স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী আচরণ বিধি লংঘন বিষয়ে মোবাইল কোর্ট পরিচালনার জন্য প্রতিটি নির্বাচনী এলাকাকে ৬ জন করে ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।

নিয়োগ প্রাপ্তদের ১০ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত ২০ দিনের জন্য নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। নিয়োগ পাওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেটরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করার জন্য নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

নিয়োগ পাওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেটদেরকে তাদের কাজের প্রতিবেদন প্রতিদিন নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট রিটানিং অফিসারের কাছে পাঠানোরও নির্দেশ দেয়া হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/টিআইএস/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়