News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:২৬, ২৪ মার্চ ২০১৫
আপডেট: ১৯:০০, ১৭ জানুয়ারি ২০২০

মা হওয়ার স্বপ্ন মুছে গেল জোলির

মা হওয়ার স্বপ্ন মুছে গেল জোলির

মা হওয়ার স্বপ্ন চিরতরে মুছে গেল হলিউডের অস্কারজয়ী অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির। ক্যানসারের ঝুঁকি কমাতে অস্ত্রোপচারের মাধ্যমে ডিম্বাশয় এবং ফেলোপিয়ান টিউবস ফেলে দিতে হয়েছে তার।

নিউইয়র্ক টাইমস পত্রিকায় ‘অ্যাঞ্জেলিনা জোলি পিট: ডায়েরি অব এ সার্জারি’ শিরোনামের একটি লেখায় এ তথ্য নিশ্চিত করেছেন ৩৯ বছর বয়সী জোলি।

একই কারণে দুই বছর আগে তার স্তন অপসারণ করা হয়েছিল।

জোলি লিখেছেন, “আমার ডিম্বাশয়ে ক্যান্সারের কোনো লক্ষণ ছিল না। গত সপ্তাহে স্বাস্থ্য পরীক্ষায় সেখানে একটি ছোট্ট টিউমার ধরা পড়ে। আমার পরিবারের তিনজন সদস্য ক্যানসারে মারা গেছেন। আমার মায়ের ডিম্বাশয়ের ক্যানসার ধরা পড়েছিল ৪৯ বছর বয়সে। আমার বয়স এখন ৩৯। চিকিৎসকেরা সবকিছু পর্যালোচনা করে অস্ত্রোপচারের মাধ্যমে ডিম্বাশয় এবং ফেলোপিয়ান টিউবস অপসারণের সিদ্ধান্ত নিলেন এবং আমিও রাজি হয়ে গেলাম।”

তিনি লিখেছেন, ‘আমি আর মা হতে পারব না। ঋতুতে পরিবর্তন আসবে। তারপরও আমি ভয় পাচ্ছি না। কারণ এটা জীবনেরই অংশ।

জোলি-পিট দম্পতির ছয়টি পালক সন্তান আছে। আর এই পালক সন্তানদের নিয়েই এখন তাদের খুশি থাকতে হবে।

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়