যশোর: যশোরে হাসপাতাল চত্বরে প্রকাশ্যে ধূমপানের দায়ে দুজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে যশোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সালাম এ অভিযান পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন-শহরের রেলগেট এলাকার হাবিবুর রহমানের ছেলে টিপু সুলতান ও একই এলাকার রফিক উদ্দিনের ছেলে আরমান।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার মোক্তার আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল চত্বরে ধূমপানের দায়ে তিনশ টাকা করে দুজনের কাছ থেকে ছয়শ টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিল।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ