artk
মঙ্গলবার, মার্চ ২৪, ২০১৫ ৫:৩৮

তামাকের মোড়কে সচিত্র সতর্কবার্তা রাখার দাবি

media

ঢাকা: তামাকজাত দ্রব্যের মোড়কে শতকরা ৯০ ভাগ সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী প্রদানের আহবান জানিয়েছে নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট।

মাবনবন্ধনে বক্তারা তামাক ব্যবসায়ীদের তামাকজাত দ্রব্যের ব্যবহারের কারণে সৃষ্ট ক্ষতি সম্পর্কে রঙিন ছবিসহ সতর্কবাণী প্রচারেরও আহবান জানান।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনে এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট ‘তামাকজাত দ্রব্যের মোড়কে শতকরা ৯০ ভাগ সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী প্রদানের উদ্যোগ এখনই গ্রহণ করা হোক’ শীর্ষক মানববন্ধনে এই আহবান জানান।

মাবনবন্ধনে বক্তারা বলেন, তামাক কোম্পানিগুলোর ভ্রান্ত প্রচারণার কারণে দুবছর বিলম্বের পর পাশ হয়েছে বহুল প্রত্যাশিত ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫ সংশোধনীর পরবর্তী বিধিমালাটি।

বক্তারা বলেন, ছবিসহ স্বাস্থ্য সতর্কবাণী প্রদানে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর  মধ্যে পিছিয়ে আছে। নেপাল ৯০% ছবিসহ স্বাস্থ্য সতর্কবাণী প্রদান করছে। বাংলাদেশ যা ৫০%ও বাস্তবায়ন করতে পারেনি।

বক্তারা দাবি করেন, আগামী ২০১৬ সালের জুন মাস থেকে ৯০% ছবিসহ স্বাস্থ্য সতর্কবাণী বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হোক।

মানববন্ধনে উপস্থিত ছিলেন নিরাপদ ডেভলেপমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ইবনুল সাইদ রানা, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের ন্যাশনাল এ্যাডভোকেসি অফিসার অ্যাডভোকেট সৈয়দা অনন্যা রহমান, নিরাপদ ডেভলেপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট সুলতান মাহবুব বান্না প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/টিএ/কেজেএইচ

পশুর চেয়েও নিকৃষ্ট ধর্ষক: প্রধানমন্ত্রী করোনা ভাইরাসের কারণে হজে যাওয়া না হলে টাকা ফেরত: ধর্ম প্রতিমন্ত্রী দাঙ্গা নয়, দিল্লিতে পরিকল্পিত গণহত্যা হয়েছে: মমতা ভারতের সম্মান তলিয়ে দিয়েছে মোদি সরকার: মমতা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হচ্ছে সুনামগঞ্জে এনামুল-রুপন ছয় দিনের রিমান্ডে পিরোজপুরে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা চলতি বছরই তিস্তা চুক্তির সম্ভাবনা: শ্রিংলা ঢাকা উত্তরের নির্বাচন বাতিল চেয়ে তাবিথের মামলা খুলনায় ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা অভিনেতা গোলাম মুস্তাফার জন্মদিন সোমবার আদালতে টাউট-বাটপার শনাক্তের নির্দেশ পাওয়ার ট্রলিকে ধাক্কা দিয়ে বিকল রেলইঞ্জিন কলকাতা সফরে এসে প্রবল বিক্ষোভের মুখে অমিত শাহ রোবট চালাবে গাড়ি! ভিপি নূরকে হত্যার হুমকি দেয়ার পর দুঃখ প্রকাশ টেকনাফে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৭ জন নিহত রাখাইনপ্রদেশে সেনাদের গুলিতে শিশুসহ ৫ রোহিঙ্গা নিহত ইস্কাটনে ভবনে আগুন: মায়ের পর চলে গেলেন রুশদির বাবাও চট্টগ্রামে একটি বস্তিতে অগ্নিকাণ্ডে নিহত ২ দেশে প্রতিদিন যক্ষ্মায় মারা যায় ১৩০ জন: স্বাস্থ্যমন্ত্রী করোনাভাইরাস আতঙ্কে আয়ারল্যান্ডের স্কুল বন্ধ ঘোষণা বিশিষ্ট সুরকার সেলিম আশরাফ আর নেই মোদীকে অতিথি হিসেবে সর্বোচ্চ সম্মান দেওয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী মধুর যত জাদুকরী গুণ চিপসের প্যাকেটের ভিতর খেলনা নয়: হাইকোর্ট আমার গাড়িতেও অস্ত্র আছে কী না আমি জানি না: শামীম ওসমান ফ্র্যান্সেও করোনা, অনিশ্চিত কান চলচ্চিত্র উৎসব উপনির্বাচন: গাইবান্ধা-৩ আসনে প্রতীক বরাদ্দ গুজব ও গণপিটুনি রোধে হাইকোর্টের ৫ নির্দেশনা