ঢাকা: তামাকজাত দ্রব্যের মোড়কে শতকরা ৯০ ভাগ সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী প্রদানের আহবান জানিয়েছে নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট।
মাবনবন্ধনে বক্তারা তামাক ব্যবসায়ীদের তামাকজাত দ্রব্যের ব্যবহারের কারণে সৃষ্ট ক্ষতি সম্পর্কে রঙিন ছবিসহ সতর্কবাণী প্রচারেরও আহবান জানান।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনে এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট ‘তামাকজাত দ্রব্যের মোড়কে শতকরা ৯০ ভাগ সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী প্রদানের উদ্যোগ এখনই গ্রহণ করা হোক’ শীর্ষক মানববন্ধনে এই আহবান জানান।
মাবনবন্ধনে বক্তারা বলেন, তামাক কোম্পানিগুলোর ভ্রান্ত প্রচারণার কারণে দুবছর বিলম্বের পর পাশ হয়েছে বহুল প্রত্যাশিত ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫ সংশোধনীর পরবর্তী বিধিমালাটি।
বক্তারা বলেন, ছবিসহ স্বাস্থ্য সতর্কবাণী প্রদানে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পিছিয়ে আছে। নেপাল ৯০% ছবিসহ স্বাস্থ্য সতর্কবাণী প্রদান করছে। বাংলাদেশ যা ৫০%ও বাস্তবায়ন করতে পারেনি।
বক্তারা দাবি করেন, আগামী ২০১৬ সালের জুন মাস থেকে ৯০% ছবিসহ স্বাস্থ্য সতর্কবাণী বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হোক।
মানববন্ধনে উপস্থিত ছিলেন নিরাপদ ডেভলেপমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ইবনুল সাইদ রানা, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের ন্যাশনাল এ্যাডভোকেসি অফিসার অ্যাডভোকেট সৈয়দা অনন্যা রহমান, নিরাপদ ডেভলেপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট সুলতান মাহবুব বান্না প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/টিএ/কেজেএইচ