জাতিসংঘের প্রতিবেদনে গাজা ভূখন্ডে ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠে এসেছে। ইসরায়েল আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলছে কি না তা নিয়ে গুরুতর সন্দেহ প্রকাশ করেছে সংস্থাটি।
জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে আজ মঙ্গলবার গাজা ভূখন্ডে ইসরায়েলের হামলায় বেসামরিক মানুষের প্রাণহানিসহ বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের ওপর একাধিক প্রতিবেদন পেশ করা হবে। বিবিসি।
এসব প্রতিবেদনে গত বছর জুলাই ও অগাস্ট মাসে গাজায় চালানো ইসরাইলের অভিযানে ব্যাপক ধ্বংসলীলা এবং বেসামরিক লোকের প্রাণহানির ঘটনার উল্লেখ করা হয়েছে। ওই অভিযানে প্রায় দু হাজার লোক নিহত হয়েছিল বলে মনে করা হয়।
প্রতিবেদনে ইসরাইলি অভিযানের পর সেখানকার চার লক্ষ শিশু আতংকজনিত মানসিক বৈকল্যে আক্রান্ত হওয়ার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়।
এছাড়া, অধিকৃত ফিলিস্তিনি এলাকায় অব্যাহতভাবে বসতি নির্মাণ করে ইসরাইল আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করছে বলে প্রতিবেদনে বলা হয়। গাজার ওপর অবরোধ প্রত্যাহার করে নেবার আহ্বানও জানানো হয়।
এদিকে, নজিরবিহীনভাবে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের মার্কিন প্রতিনিধি প্রতিবেদন নিয়ে কথা বলতে রাজি হন নি। আজকের সভায় ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র দেশ যুক্তরাষ্ট্র যোগ দেবে না বলেও জানিয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসজে