ঢাকা: রাজধানীর শাহবাগে বারডেম জেনারেল হাসপাতালের সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বত্তরা। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট।
সোমবার সন্ধ্যা সোয়া ৭টার বাসে আগুন দেয়ার এ ঘটনা ঘটে। রমনা থানার ডিউটি অফিসার রেহানা আক্তার তথ্যটি নিউজবাংলাদেশকে নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি জানান, তুরাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস বারডেমের সামনে আসা মাত্র দুর্বত্তরা তাতে আগুন দেয়। পরে ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে ৩টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল অ্যভিয়েশনের সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহজাদী সুলতানা জানান, সোয়া ৭টার দিকে বারডেমের সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বত্তরা- এমন সংবাদ পেয়ে সেখানে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট গিয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এমএম