ঢাকা: আমরা অসহায়। আমাদের নিরাপত্তা নিশ্চিত করুন। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের কাছে এভাবেই নিজেদের আকুতি প্রকাশ করেছে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে সংগঠনটি এ আকুতি প্রকাশ করে।
মানববন্ধনে বক্তারা বলেন, পাকিস্তান-ভারতসহ এশিয়ার বিভিন্ন দেশে খ্রিস্টানদের ওপর আক্রমণ হচ্ছে। মারা পড়ছে সংখ্যালঘুরা। এ অবস্থায় আমাদের নিরাপত্তা কোথায়? খ্রিস্টানরা পৃথিবীর কোনো দেশে নিরাপত্তা পাচ্ছে না।
বক্তারা আরো জানান, পাকিস্তানে দুটি গির্জায় বোমা হামলায় প্রায় ১৫ জন খ্রিস্টান নিহত হয়েছে। আহত হয়েছে ৭৮ জন। ভারতে ৭৪ বছর বয়সী ব্রতরত এক সিস্টার গণধর্ষণের শিকার হয়েছে।
মানববন্ধন থেকে নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ২২ মার্চ সারাদেশের গির্জায় প্রার্থনা কর্মসূচি ঘোষণা করা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব নির্মল রোজারিও, হিন্দু-বোদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. রানা দাসগুপ্ত প্রমুখ।
উল্লেখ্য, ১৫ মার্চ পাকিস্তানের পাঞ্জাবে দুটি গির্জায় বোমা হামলায় প্রায় ১৫ জন খ্রিস্টান নিহত হয়। অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গেও রানাঘাটস্থ কনভেন্ট অব জেসাস মেরি স্কুলে এক সিস্টারকে গণধর্ষণ ও লুটপাট করা হয়। এসব ঘটনার প্রতিবাদ হিসেবে এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন।
নিউজবাংলাদেশ.কম/আরবিএস/এটিএস