ময়মনসিংহ: জেলার মুক্তাগাছা উপজেলায় ট্রাক-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১ জন । নিহতরা হলেন, আলাল উদ্দিন (৫০), সমির তালুকদার (৩৫), আকবর আলী (৩২)। নিহত অপর দুইজন ও আহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
শনিবার সকাল ৬টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত ব্যক্তিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুক্তাগাছা থানার (ওসি) কামাল হোসেন জানান, ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের মুক্তাগাছা উপজেলার বাবকির মোড় নামক স্থানে মুক্তাগাছাগামী অটোর সঙ্গে টাঙ্গাইলগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়ে এবং হাসপাতালে নেয়ার পথে বাকি দুই জন মারা যায়। পথে মারা যাওয়া দুই জন ও আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
নিউজবাংলাদেশ.কম/এফই