এমন টুর্নামেন্টে অভিভূত মাশরাফি
ঢাকা: বুধবার থেকে বাংলাদেশের মাটিতে বিশ্বের পাঁচটি দেশ নিয়ে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে শারীরিক প্রতিবন্ধীদের আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট। মিরপুরে ‘হোম অব ক্রিকেটে’ আসরটি উদ্বোধনের পর এর বাকি অংশ মঞ্চস্থ হবে বিকেএসপিতে। রেডক্রস ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) যৌথ উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে যুক্ত হতে পেরে অভিভূত বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
শারীরিক প্রতিবন্ধীদের আসন্ন ক্রিকেট আসরটি নিয়ে মাশরাফি বললেন, “এমন একটি ইভেন্টে আমাকে যুক্ত করায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি স্বাগতিক বাংলাদেশ টুর্নামেন্টটিতে ভালো করবে। আর যারা লাল-সবুজ পতাকার প্রতিনিধিত্ব করছেন তারাও ভালো খেলবেন। বিদেশ থেকে যারা খেলতে এসেছেন সবাইকে ধন্যবাদ দিচ্ছি।” সাথে সাথে ‘নড়াইল এক্সপ্রেস’ আরও যোগ করেন, “এটা অন্যান্য শারীরিক প্রতিবন্ধীদের আনন্দ দেবে। ফলে বিভিন্ন খেলাধুলার সাথে তারা আরো বেশি যুক্ত হয়ে পড়বেন।”
মঙ্গলবার দুপুরে মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে আইসিআরসির ক্রিকেট আসরটির ট্রফি ও বাংলাদেশ দলের জার্সি উন্মোচন করা হয়। সেই অনুষ্ঠানে আসন্ন শারীরিক প্রতিবন্ধীদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি আসরের সফলতা কামনা করেন টুর্নামেন্টটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর মাশরাফি। প্রসঙ্গত, বুধবার শুরু হতে চলা টুর্নামেন্টটিতে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান, ভারত, পাকিস্তান এবং ইংল্যান্ড অংশগ্রহণ করবে।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এফকে
নিউজবাংলাদেশ.কম