শাহজালালে কোকেনসহ বিদেশি নাগরিক আটক
ঢাকা: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কোকেন সদৃশ্য পাউডারসহ বিদেশি এক নাগরিককে আটক করেছে শুল্ক ও গোয়েন্দা বিভাগ। উদ্ধার করা পাউডারের ওজন ১ কেজি ৮০০ গ্রাম।
মঙ্গলবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বিমানবন্দর শুল্ক ও গোয়েন্দা বিভাগের মহাপরিচালক ড. মইনুল খান। আটক ব্যক্তির নাম গোমেজ (৩৫), তিনি পেরুর নাগরিক।
গোয়েন্দা বিভাগের মহাপরিচালক জানান, দুবাই থেকে কোকেন পাচার করে বাংলাদেশে আনা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে আমরা তৎপর ছিলাম। দুপুর ২টার দিকে দুবাই এয়ারলাইন্সের ফ্লাইটে (ই কে-৫৮২) গোমেজ শাহজালালে নামেন। এসময় তার ট্রলিব্যাগ তল্লাশি করে কোকেন সদৃশ্য পাউডার জাতীয় দ্রব্য পাওয়া যায়।
ধারণা করা হচ্ছে এগুলো কোকেন, তবে পরীক্ষার পর বিস্তারিত জানানো যাবে বলে জানান তিনি।
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এমএম
নিউজবাংলাদেশ.কম