News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:১৩, ১ সেপ্টেম্বর ২০১৫
আপডেট: ১৪:৪৯, ১৮ জানুয়ারি ২০২০

কাল মাঠে গড়াচ্ছে প্রতিবন্ধীদের আন্তর্জাতিক ক্রিকেট

কাল মাঠে গড়াচ্ছে প্রতিবন্ধীদের আন্তর্জাতিক ক্রিকেট

ঢাকা: আগামীকাল থেকে বিশ্বের পাঁচটি দেশ নিয়ে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে শারীরিক প্রতিবন্ধীদের আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট। বুধবার পর্দা উন্মোচনের পর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে ইংল্যান্ড।

মঙ্গলবার দুপুরে মিরপুরে ‘হোম অব ক্রিকেটে’ অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রথমবার আয়োজিত এ টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়। এসময় টুর্নামেন্টে অংশগ্রহণকারী বাংলাদেশ দলের জার্সিও উন্মোচন করা হয়। বাংলাদেশ দলের জার্সি উন্মোচন করেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও প্রতিবন্ধী ক্রিকেট দলের অধিনায়ক আলম খান।

এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রসের (আইসিআরসি) কর্মকর্তা মাইকেল কিফল, বিসিবির প্রধান নির্বাহী কর্মকতা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী, জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এবং টুর্নামেন্টে অংশগ্রহণকারী পাঁচ দলের অধিনায়ক।

আসন্ন আসিআরসি ক্রিকেট টুর্নামেন্টটিতে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান, ভারত, পাকিস্তান এবং ইংল্যান্ড দল অংশগ্রহণ করবে। উদ্বোধনের পর শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে আয়োজিত পাঁচ জাতির আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মাঠে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও রেড ক্রস যৌথভাবে এই টুর্নামেন্ট আয়োজন করছে। আগামীকাল (বুধবার) সকাল দশটায় টুর্নামেন্টের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন শেষে সকাল ১১টায় উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। এরপর টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বিকেএসপিতে। সব মিলিয়ে ১০টি ম্যাচ হবে এই টুর্নামেন্টে। ১০ সেপ্টেম্বর টুর্নামেন্টটির ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়