শিগগিরই নির্বাচন হবে: বিএনপি
ঢাকা: শিগগিরই দেশে নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। সরকারের বর্তমান অবস্থা পর্যালোচনা করে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “সরকারের মধ্যে অস্বস্তি কাজ করছে, যা দেখে মনে হচ্ছে শিগগিরই দেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে।”
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।
মওদুদ বলেন, “একদলীয় বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমান। সেই গণতন্ত্র আজ হারিয়ে গেছে। বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা। গণতন্ত্র ফিরে আসবে।”
বিএনপি ক্ষমতায় এলে পুলিশ ও প্রশাসনকে স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা দেওয়া হবে বলেও এ সময় মন্তব্য করেন তিনি।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ্, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস-চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, চেয়ারপাসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, ডা. এ জেড এম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপনসহ বিএনপি ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজবাংলাদেশ.কম/আরআর/এমএম/এজে
নিউজবাংলাদেশ.কম