News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:০৮, ১৫ আগস্ট ২০১৫
আপডেট: ২২:৪৯, ১৯ জানুয়ারি ২০২০

বিজ্ঞাপনে মাশরাফি-ঈশানা জুটি

বিজ্ঞাপনে মাশরাফি-ঈশানা জুটি

ঢাকা: আরও একটি বিজ্ঞাপনের মডেল হলেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। নতুন এ বিজ্ঞাপনটিতে তার সঙ্গী মডেল ও অভিনেত্রী ঈশানা।

শনিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) দুই নম্বর ফ্লোরে একটি চুলের কলপের বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নেন মাশরাফি। যে বিজ্ঞাপনটি নির্মাণ করছেন গুণী পরিচালক গাজী শুভ্র।

নতুন এই বিজ্ঞাপনটিতে দেখা যাবে, মাশরাফি একটি বিয়ে বাড়িতে বেড়াতে এসেছেন। তিনি এসে দেখেন বরের কিছু চুল পেকে গেছে। তখন বরকে একটি চুলের কলপ ব্যবহারের পরামর্শ দেন মাশরাফি।

এদিকে বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়কের সঙ্গে বিজ্ঞাপন করা নিয়ে উচ্ছ্বসিত মডেল ঈশানা। এদিন তিনি বলেন, “এটা আমার ক্যারিয়ারের বিশাল এক অর্জন।”

অন্যদিকে বিজ্ঞাপন নির্মাতা গাজী শুভ্র বলেন,“আজ (শনিবার) বিকেল পর্যন্ত মাশরাফি বিজ্ঞাপনটির দৃশ্যধারণে অংশ নেবেন। বিজ্ঞাপনের কাজ আজই শেষ করা হবে।”

প্রসঙ্গত, বিশ্বকাপ পরবর্তী সময়ে বাংলাদেশ ক্রিকেটে সুসময়ের হাত ধরে ইদানিং টাইগার ক্রিকেটারদের বিজ্ঞাপন করার হার উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়