যশোরে পৃথক সড়ক দুর্ঘটনা: ২ নারীসহ নিহত ৩
যশোর: যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ নারীসহ ৩ জন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। শনিবার সকালে ঝিকরগাছা উপজেলার বল্লা ও যশোর শহরের বরান্দিপাড়ায় দুর্ঘটনা দুটি ঘটে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ জানান, গতকাল রাতে বল্লা গ্রামের সুরোত আলী সরদার নামে এক ব্যক্তি মারা যান। গ্রামের অনেকেই তার লাশ দেখে ঝিকরগাছা-বাঁকড়া সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন। সকাল সাড়ে ৮ টার দিকে বালি বোঝায় দ্রুতগতি সম্পন্ন একটি ট্রাক বল্লা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ৩ পথচারী জখম হন। এর মধ্যে বল্লা গ্রামের আবুল কাশেমের স্ত্রী সখিনা খাতুন (৫৫) ও মৃত দুঃখে মোড়লের স্ত্রী কোহিনুর বেগম (৬০) ঘটনাস্থলেই মারা যান। গুরুতর জখম হন মৃত ওমর আলীর স্ত্রী সখিনা খাতুন (৬০)। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রাকটি ভাঙচুর করেছে। তারা ট্রাকটি জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশ তা রক্ষা করে। এলাকাবাসী ঝিকরগাছা-বাঁকড়া সড়ক অবরোধ করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অপরদিকে আজ শনিবার বেলা ১১ টার দিকে শহরের বারান্দিপাড়া এলাকায় যশোর-ঢাকা মহাসড়কে পিক আপের ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন। যশোর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র জাহাঙ্গীর আহমেদ শাকিল জানান, অপরিচিত ঐ ব্যক্তি বাই সাইকেল চালিয়ে যাচ্ছিল। এ সময় দ্রুতগতির একটি পিকআপ তাকে ধাক্কা দিলে তিনি মারা যান।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম