নড়াইলে বৃদ্ধকে কুপিয়ে হত্যা
নড়াইল: জেলার লোহাগড়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোহাম্মদ মল্লিক নামের (৬০) এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকেরা। শুক্রবার রাত সাড়ে ৯টায় দোয়া-মল্লিকপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মল্লিকপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম ও মাহামুদ মল্লিকের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে প্রতিপক্ষ মোহাম্মদ মল্লিকের ওপর আক্রমণ করে।
সূত্র জানায়, শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে মল্লিকপুর মৃধাবাড়ি মসজিদের কাছে পৌঁছলে প্রতিপক্ষের লোকেরা অন্ধকারে মোহাম্মদ মল্লিককে কুপিয়ে জখম করে। এসময় তার সাথে থাকা ভাই ফুলে মল্লিক আহত হন। গুরুতর আহত অবস্থায় মোহাম্মদ মল্লিককে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আনার পথে তার মৃত্যু হয়।
উল্লেখ্য, নিহত মোহাম্মদ মল্লিক মাহামুদ মল্লিক গ্রুপের লোক ।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে নিউজবাংলাদেশকে বলেন, “এ ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতারে পুলিশ কাজ করছে।”
নিউজবাংলাদেশ.কম/এটিএস
নিউজবাংলাদেশ.কম