বিলবাওয়ের বিপক্ষে এক হালি গোল হজম বার্সার
ঢাকা: লুইস এনরিকের ভুল একটা চালেই কুপোকাত বার্সেলোনা। শুক্রবার সেরা একাদশের কয়েকজনকে বিশ্রাম দিয়ে বিপদে পড়েছে স্পেন চ্যাম্পিয়নরা। এদিন স্প্যানিশ সুপার কাপের ফাইনালের প্রথম পর্বে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ৪-০ ব্যবধানে হেরেছে লিওনেল মেসির দল।
গত মঙ্গলবার জর্জিয়ার তিবলিশিতে ইউরোপিয়ান সুপার কাপের ফাইনাল খেলার পর ভ্রমণ ক্লান্তি কাটাতে আন্দ্রেস ইনিয়েস্তা, ইভান রাকিটিচ, জেরার্ড পিকের মতো খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছিলেন এনরিকে। এর বদলে সান ম্যামেস স্টেডিয়ামে সুযোগ দিয়েছিলেন অনেক তরতাজা থাকা রাফিনিয়া, সার্জিও রবার্তো, আদ্রিয়ানো কোরেইরা, থমাস ভারমালেন ও মার্ক বার্তার মতো খেলোয়াড়কে।
কিন্তু সেরা একাদশে সুযোগ পাওয়া এই খেলোয়াড়রা অভিজ্ঞ ইনিয়েস্তা, জর্ডি আলবা, জেরার্ড পিকে, ম্যাথিউ কিংবা ইভান রাকিটিচদের অভাব পূরণ করতে পারেননি। ফলে তিবলিশির পর আরও একবার বার্সার রক্ষণের কঙ্গালসার মূর্তিটা ধরা পড়লো। আর এক বছরে ছয় শিরোপা জেতার স্বপ্নে বড় একটা ধাক্কা খেল ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। এখন পঞ্চম শিরোপার স্বপ্ন বাঁচাতে অসাধ্য সাধন করতে হবে বার্সাকে।
বিলবাও তাদের ঘরের মাঠে খেলার ১৩ মিনিটে প্রথমবার এগিয়ে যায়। সান জোস এগিয়ে দেয় স্বাগতিকদের। এরপর কাতালনদের মূল সর্বনাশটা করেন আরিটজ আদুরিজ। বিরতি থেকে ফিরে সান সেবাস্টিয়ানের ৩৪ বছর বয়সী স্ট্রাইকার ১৫ মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক তুলে নেন। আর বার্সাকে দুঃস্বপ্নের একটি রাত উপহার দেন। খেলার ৫৩, ৬২ ও ৬৮ মিনিটে লক্ষ্যভেদ করেন সাবেক ভ্যালেন্সিয়া তারকা।
প্রসঙ্গত, আগামী সোমবার ক্যাম্প ন্যুতে আরেকটা সুযোগ পাবে বার্সা। কারণ, স্প্যানিশ সুপার কাপের ফাইনালের দ্বিতীয় পর্ব কাতালনদের রাজধানীতেই।
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম








