News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৪৮, ২ মার্চ ২০২০
আপডেট: ১২:৪৮, ২ মার্চ ২০২০

পাওয়ার ট্রলিকে ধাক্কা দিয়ে বিকল রেলইঞ্জিন

পাওয়ার ট্রলিকে ধাক্কা দিয়ে বিকল রেলইঞ্জিন

নাটোরে পাওয়ার ট্রলিতে ধাক্কা দিয়ে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে প্রায় দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর স্বাভাবিক হয়। এ সময় পাওয়ার ট্রলি থেকে ছিটকে পড়ে ২ জন আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল ১০টার দিকে নাটোর শহর সংলগ্ন জংলি রেলক্রসিংয়ের অদূরে কৈগাড়ি কৃষ্টপুর এলাকায় পার্বতীপুর থেকে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেন অতিক্রম করার সময় একটি পাওয়ার ট্রলিতে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর ট্রেনটি প্রায় ৩/৪শ গজ দূরে টেনে-হিঁচড়ে গিয়ে থেমে যায়। এতে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে এবং ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

দুর্ঘটনায় বড়াইগ্রাম উপজেলার আহম্মেদপুর এলাকার জমশেদ আলীর ছেলে হৃদয়সহ (১৮) দুজন আহত হয়। গুরুতর আহত অবস্থায় হৃদয়কে নাটোর সদর স্টেশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্টেশন মাস্টার অশোক কুমার জানান, নাটোর স্টেশনে অপেক্ষারত অপর একটি ইঞ্জিন জোড়া দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। তবে কেউ আহত হয়েছে কিনা তিনি জানেন না। দুপুর ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

নিউজবাংলাদেশ.কম/ডি

সর্বশেষ

পাঠকপ্রিয়