মৌলভীবাজার সদর উপজেলায় ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন।
শনিবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার কাগাবালা ইউনিয়নের গুরুতলা এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহতের নাম বুলু। পুলিশের দাবি, তিনি ডাকাত দলের সদস্য। তার বাড়ি সিলেটের ওসমানী নগরে।
মডেল থানার ওসি আলমগীর হোসেন জানান, উপজেলায় নাজিরাবাদ ইউনিয়নের খালেক মাস্টারের বাড়িতে ডাকাতি শেষে পালিয়ে যাচ্ছিল ১০-১২ সদস্যের একটি দল। এসময় বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা।
ডাকাতি করে পালানোর সময় ডাকাতদলের পিছু নেয় পুলিশ। এসময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। পুলিশও পাল্টা গুলি চালালে ডাকাত বুলুর গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
ঘটনাস্থল থেকে ডাকাতির মালামলসহ দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।