কোচিং অ্যাসাইনমেন্টের শুরুতে সাইফউদ্দিনের মতো একজন পেস অল রাউন্ডারকে পেয়ে তাকে মনে ধরেছে নতুন কোচের। পূর্নবাসন প্রক্রিয়ায় ইনজুরি কাটিয়ে ফিরেছেন জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে।
কোচিং অ্যাসাইনমেন্টের শুরুতে সাইফউদ্দিনের মতো একজন পেস অল রাউন্ডারকে পেয়ে তাকে মনে ধরেছে নতুন কোচের। পূর্নবাসন প্রক্রিয়ায় ইনজুরি কাটিয়ে ফিরেছেন জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে।
গত বছরের সেপ্টেম্বরের পর পিঠে চোটের কারণে দলের বাহিরে ৫ মাস । ভারত সফর মিস করেছেন, মিস করেছেন বিপিএল। চোট থেকে সেরে না ওঠায় ২ দফায় পাকিস্তান সফরের দলে হননি বিবেচ্য। সর্বশেষ বিশ্বকাপে দারুন অল রাউন্ড পারফরমেন্সে নিজেকে চিনিয়েছেন।
দেশের মাটিতে সর্বশেষ ত্রিদেশিয় টি-২০ টূর্নামেন্টেও ছিলেন বোলিংয়ে দারুন সফল। কোচিং অ্যাসাইনমেন্টের শুরুতে সাইফউদ্দিনের মতো একজন পেস অল রাউন্ডারকে পেয়ে তাকে মনে ধরেছে নতুন কোচের। পূর্নবাসন প্রক্রিয়ায় ইনজুরি কাটিয়ে ফিরেছেন জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে।
পূর্নবাসন শেষে পেয়েছেন বিসিএলে খেলার অনুমতি। খেলেছেন বিসিএলে এক রাউন্ড। এমন এক প্রক্রিয়ায় ফিরেছেন জাতীয় দলে সাইফউদ্দিন, ‘চোটের তো কোন নিশ্চয়তা নেই। আমার পিঠের ব্যথা পুনর্বাসন প্রক্রিয়ায় ঠিক করেছি। এটা তো আসলে বলা যায় না। আর চোট তো আসলে শুধু পিঠে না, হ্যামস্ট্রিং, গ্রোইন, হাটুতেও হতে পারে। আমি সম্পূর্ণ ছাড়পত্র পেয়েছি মেডিকেল টিম থেকে। এখন আমার কোন বাধ্যবাধকতা নেই। বিসিএল খেলেছিলাম, সেখানে একটু বাঁধাধরা নিয়ম ছিল। এক ইনিংসে ৮ ওভার করব। সেটা দুই সপ্তাহ হয়ে গেছে। এখন আশাকরি শতভাগ গিয়ে খেলতে পারব।’
ক্যারিয়ারের শুরুতে জাতীয় দলে আসা-যাওয়ার মধ্যে ছিলেন। সে কারনে পারফর্ম করে দলে টিকে থাকতে হবে। সাইফউদ্দিন বলেন, ‘চোটের কারণে হয়তো ৫ পাঁচ বাইরে ছিলাম। কিন্তু আমি বাজে পারফরম্যান্সের কারণে দলের বাইরে ছিলাম ৮ মাস। আমি এসবে অভ্যস্ত। এখন হয়তো চোট থেকে ফিরছি। আগেও এমন হয়েছে। এসব আসলে চাপ না। পেশাদার হিসেবে এটাই সত্যি। ভালো খেললে থাকব। খারাপ খেলবে বাইরে চলে যাব।’
ফিরেই জিম্বাবুয়েকে ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশের হুংকার দিয়েছেন ফেনীর এই সন্তান, ‘অবশ্যই সম্ভব। তুলনামূলকভাবে আমরা জিম্বাবুয়ে থেকে অনেক এগিয়ে। মাঠের পারফরম্যান্সের দিক থেকে টেস্টে ভালো করেছি। ওয়ানডেতেও শেষ কয়েকবারের দেখায় তাদেরকে ধবলধোলাই করেছি। আমরা আশাবাদী ধবলধোলাই করতে পারব।’
তবে সিলেটে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রতিপক্ষকে দূর্বল না ভেবে সতর্ক হয়ে খেলার কথাই ভাবছেন সাইফউদ্দিন, ‘জিম্বাবুয়েকে খাটো করে দেখার কিছু নেই। ইংল্যান্ডের মতো দলও কিন্তু নেদারল্যান্ডসর কাছে হেরেছিল টি-টোয়েন্টিতে। এসব তো জোর গলায় বলা কঠিন। আমরা ধবল ধোলাই এর লক্ষ্য নিয়েই খেলব, তা ঠিক। তবে চাপ নয়, উপভোগ করা দরকার।’