পাবনার আতাইকুলা উপজেলায় ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।
শুক্রবার ভোরে এই দুর্ঘটনা ঘটে।
পাবনা মাধপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, শুক্রবার ভোরে পাবনা-ঢাকা মহাসড়কের আতাইকুলা মধুপুরে দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজনের মৃতদেহ পাওয়া গেছে। আহতদের পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এরা সবাই ব্যবসা করেন। পাবনার হাজির হাটে মাল কেনার জন্য যাচ্ছিলেন।
তিনি জানান, নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।
ট্রাকটিকে জব্দ করা হয়েছে। ট্রাকের চালক ও হেলপার পালিয়েছে।
পাবনা সদর হাসপাতালেরর জরুরি বিভাগের দায়িত্বরত মো. হেলাল উদ্দিন জানান, দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে একজন ও হাসপাতালে আনার পথে আরও একজন নিহত হয়েছেন। আহত তিনজনের মধ্যে দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে একজন পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন।