News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২০
আপডেট: ১৭:৫০, ২৯ ফেব্রুয়ারি ২০২০

ফেনীতে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত

ফেনীতে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত

ছবি প্রতীকী

ফেনীর সোনাগাজীতে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছে। পুলিশের দাবি, ডাকাত দলের অভ্যন্তরীণ সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বৃহস্পতিবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে দেশীয় তৈরী ২টি একনলা বন্দুক ও ১ রাউন্ড তাজা গুলিসহ ৮ রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে।

সোনাগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাঈনুদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানান, গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকা দুইজনকে উদ্ধার করে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে সেখান থেকে লাশ ফেনী জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়