পাইকারি, খুচরা ও সঞ্চালণ- তিন ক্ষেত্রেই বিদ্যুতের দাম আরেক দফা বাড়িয়েছে সরকার। এর ফলে ভোক্তাদের প্রতি মাসে গুণতে হবে বাড়তি টাকা।
পাইকারি, খুচরা ও সঞ্চালণ- তিন ক্ষেত্রেই বিদ্যুতের দাম আরেক দফা বাড়িয়েছে সরকার। এর ফলে ভোক্তাদের প্রতি মাসে গুণতে হবে বাড়তি টাকা।
পাইকারি, খুচরা ও সঞ্চালণ- তিন ক্ষেত্রেই বিদ্যুতের দাম আরেক দফা বাড়িয়েছে সরকার। এর ফলে ভোক্তাদের প্রতি মাসে গুণতে হবে বাড়তি টাকা।
সাধারণ গ্রাহক পর্যায়ে (খুচরা) প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে ৩৬ পয়সা বা ৫ দশমিক ৩ শতাংশ বাড়ানো হয়েছে। ৬ টাকা ৭৭ পয়সা থেকে বাড়িয়ে করা হয়েছে ৭ টাকা ১৩ পয়সা।
বিদ্যুতের পাইকারি মূল্য গড়ে ৪.৭৭ টাকা/ কি.ও.ঘ থেকে বৃদ্ধি করে শতকরা ৮.৪ ভিত্তি করে ৫.১৭ টাকা করা হয়েছে।
এছাড়াও বিদ্যুতের সঞ্চালন মূল্যহার গড়ে ০.২৭৮৭ টাকা/ কি.ও.ঘ শতকরা ৫.৩ ভাগ বৃদ্ধি করে ০.২৯৩৪ টাকা করা হয়েছে।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মূল্য বৃদ্ধির এই ঘোষণা দেন বিইআরসি চেয়ারম্যান মো. আবদুল জলিল।
তিনি বলেন, আগামী মার্চ মাস থেকে এ দাম কাযকর হবে।
বিদ্যুৎ এর পরিপ্রেক্ষিতেই মূল্য তালিকা মার্চ, ২০২০ থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কার্যকর থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ এনার্জি এছাড়া উপস্থিত ছিলেন কমিশনের সদস্য মো. মকবুল ই-এলাহি চৌধুরি, বজলুর রহমান, মোহাম্মদ আবু ফারুক এবং রহমান মুর্শেদ।
এর আগে গত বছরের ২৮ নভেম্বর থেকে কাওরানবাজারে অবস্থিত বিইআরসি কার্যালয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)সহ ছয়টি বিতরণ কোম্পানির আবেদনের পরিপ্রেক্ষিতে বিদ্যুতের মূল্য পরিবর্তনের উপর শুনানি অনুষ্ঠিত হয়।