সফরের এক মাত্র টেস্টে মিরপুরে জিম্বাবুয়েকে ইনিংস ও ১০৬ রানে হারিয়েছে বাংলাদেশ। আগামী ১ মার্চ থেকে সিলেটে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। রঙিন পোশাকে সফরকারীদের হোয়াইটওয়াশের স্বপ্ন দেখছেন জাতীয় দলের পেসার আল-আমিন হোসেন।
সফরের এক মাত্র টেস্টে মিরপুরে জিম্বাবুয়েকে ইনিংস ও ১০৬ রানে হারিয়েছে বাংলাদেশ। আগামী ১ মার্চ থেকে সিলেটে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। রঙিন পোশাকে সফরকারীদের হোয়াইটওয়াশের স্বপ্ন দেখছেন জাতীয় দলের পেসার আল-আমিন হোসেন।
সফরের এক মাত্র টেস্টে মিরপুরে জিম্বাবুয়েকে ইনিংস ও ১০৬ রানে হারিয়েছে বাংলাদেশ। আগামী ১ মার্চ থেকে সিলেটে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। রঙিন পোশাকে সফরকারীদের হোয়াইটওয়াশের স্বপ্ন দেখছেন জাতীয় দলের পেসার আল-আমিন হোসেন।
বুধবার মিরপুরে দলের অনুশীলন শেষে এই পেসার বলেন,‘টেস্টে সবাই যেভাবে পারফর্ম করেছে, চার দিনে খেলা শেষ হয়েছে। আমাদের এখনো ওয়ানডে অনুশীলন শুরু হয়নি। তারপরও আমরা চেষ্টা করব সিরিজ জেতার। যদি হোয়াইটওয়াশ করতে পারি আরো ভালো। বাংলাদেশ দল যেভাবে খেলছে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করাটাই উচিত। না হলে আমাদের ব্যর্থতা থাকবে।’
বিশ্বকাপের পর থেকে ওয়ানডে ক্রিকেটে ছন্দে নেই বাংলাদেশ। গত বছর জুলাইয়ে শেষদিকে শ্রীলঙ্কা সফরে গিয়ে হোয়াইটওয়াশ (৩-০) হয়ে ফেরে দল। এ বছর টি-টুয়েন্টি সংস্করণে ভারতের বিপক্ষে একটি জয় ছাড়া নেই কোনো সাফল্য। ভারত ও পাকিস্তানের কাছে হেরেছে দুটি করে ম্যাচ। হারতে হয়েছে সিরিজও।
টেস্টেও যাচ্ছিল চরম দুঃসময়। ইনিংস ব্যবধানে টানা হারের পর ঘরের মাঠে জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে কিছুটা হলে স্বস্তি। এই অবস্থায় জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নিয়ে আল আমিন বলেন,‘জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলে আমাদের গ্লানি মুছে যাবে এমন কোনো ব্যাপার না। আমাদের জিততে হবে, ওদের হারাতে হবে। ওরাও তো এখানে জিততে এসেছে। ওরা তো হারতে আসেনি। শেষ কয়েকটা সিরিজ আমরা বাজে করেছি। এটা ভালো করতে পারলে ভালো হবে।’
এছাড়া এই পেসার বলেন,‘আমরা হয়তবা কয়েকটা সিরিজ ধরে খুব ভাল খেলতে পারছি না। আমরা যেভাবে সবাই টেস্ট ক্রিকেট খেলেছি এবং ওয়ানডে যে দলটা… ভারতের সাথে আমরা টি-টুয়েন্টিতে ভালো খেলেছি হয়তবা জিততে পারিনি। তো সেই হিসেবে আমরা যদি হোয়াইটওয়াশ করতে পারি খুব ভালো হবে; সিরিজটা তো জিততেই হবে।’