News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৩২, ২৬ ফেব্রুয়ারি ২০২০
আপডেট: ১৬:১৬, ২৬ ফেব্রুয়ারি ২০২০

টেস্টে জিম্বাবুয়ের বিরুদ্ধে জয়ে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

টেস্টে জিম্বাবুয়ের বিরুদ্ধে জয়ে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

মঙ্গলবার সিরিজের একমাত্র টেস্টে জিম্বাবুয়েকে পরাজিত করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে তাঁর আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

টাইগাররা ঢাকায় শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়েকে এক ইনিংস ও ১০৬ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে।

বুধবার এক অভিনন্দন বার্তায় ক্রিকেট অনুরাগী প্রধানমন্ত্রী জিম্বাবুয়ের বিরুদ্ধে বিশাল বিজয়ের জন্য সকল খেলোয়াড়, বাংলাদেশ জাতীয় দলের কোচ ও কর্মকর্তা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায় তিনি বলেন, “আমাদের ক্রিকেট দলের খেলোয়াড়দের টিম স্পিরিট এবং তাদের অসাধারণ নৈপুণ্যে জাতি গর্বিত।”

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, “বাংলাদেশ ক্রিকেট দলের বিজয়ের এ ধারা অব্যাহত থাকবে।”

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়