ঢাকা টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে নেমেই সেঞ্চুরি করেছেন অধিনায়ক মুমিনুল হক সৌরভ। প্রায় ১ বছর ৩ মাস পর টেস্ট সেঞ্চুরি পেলেন তিনি। সাদা পোশাকের ক্রিকেটে মুমিনুলের এটি ৯ম সেঞ্চুরি। সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছে মুশফিকুর রহিমও।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৮৮ ওভারে তিন উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৩১৩ রান। এখন পর্যন্ত বাংলাদেশের লিড ৪৮ রানে। মুমিনুল ১০৬ ও মুশফিকুর রহিম ৭৬ রান নিয়ে ব্যাট করছেন।
বাংলাদেশ অধিনায়ক শেষ টেস্ট সেঞ্চুরি পেয়েছিলেন ১৪ ইনিংস আগে। ২০১৮ সালের ২২ নভেম্বর চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২০ রানের ইনিংস খেলেছিলেন তিনি। অধিনায়কত্ব পাওয়ার পর এটাই হবে মুমিনুলের প্রথম সেঞ্চুরি। ৮২.৩ ওভারে তিরিপানোকে ৪ চার মেরে সেঞ্চুরি উদযাপন করেন তিনি। তার ১৬১ বলে ১০৩ রানের ইনিংসটি সাজানো হয়েছে ১২ চারে।
এর আগে ঢাকা টেস্টে জিম্বাবুয়ের প্রথম ইনিংসে করা ২৬৫ রানের জবাবে রোববার দ্বিতীয় দিনের খেলা শেষে তিন উইকেটে ২৪০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। দিনের খেলা শেষে বাংলাদেশ পিছিয়ে আছে মাত্র ২৫ রানে। অধিনায়খ মুমিনুল হক ৬৮ ও মুশফিকুর রহিম ২৬ রানে অপরাজিত থেকে আজ সোমবার ব্যাটিংয়ে নামেন।