রোববার দুদকের প্রধান কার্যালয়ে দুর্নীতিবিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২০ এর অগ্রগগতি নিয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রোববার দুদকের প্রধান কার্যালয়ে দুর্নীতিবিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২০ এর অগ্রগগতি নিয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা শুরু ১ মার্চ
আগামী ১ মার্চ থেকে ১২ মার্চ পর্যন্ত উপজেলা পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা শুরু হবে। এরপর পর্যায়ক্রমে জেলা এবং জাতীয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন হবে বলে জানিয়েছেন জাতীয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতিরোধ অনুবিভাগের মহাপরিচালক একেএম সোহেল।
রোববার দুদকের প্রধান কার্যালয়ে দুর্নীতিবিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২০ এর অগ্রগগতি নিয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মহাপরিচালক একেএম সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, চ্যানেল আই ও অক্সফাম বাংলাদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
একেএম সোহেল বলেন, ইতোমধ্যেই ‘মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে’ বিষয় নিয়ে দেশের ২৬ হাজার ২১৩টি শিক্ষা প্রতিষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। এসব বিতর্ক প্রতিযোগিতার ১ লাখ ৪০ হাজার মতো ছবি সংগ্রহ করা হয়েছে। প্রায় ৩ লাখ শিক্ষক এ বিতর্ক প্রতিযোগিতায় সম্পৃক্ত ছিলেন। প্রতিটি বিদ্যালয়ে অত্যন্ত গুরুত্বের সাথে এসব প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
আরও বলেন, আগামী ১ মার্চ থেকে ১২ মার্চ পর্যন্ত উপজেলা পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা শুরু হবে। এরপর পর্যায়ক্রমে জেলা এবং জাতীয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন হবে। আগামী ৩১ মার্চ বিতর্ক প্রতিযোগিতা শেষ হবে। এসব কর্মসূচি সফল করতে কমিশনের প্রত্যাশানুযায়ী সবার সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, কমিশন বছরব্যাপী দুর্নীতিবিরোধী এ জাতীয় সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করবে। বিতর্ক প্রতিযোগিতা শেষ হওয়ার পরপরই দেশব্যাপী শুরু হবে রচনা প্রতিযোগিতা। রচনা প্রতিযোগিতা শেষ হতে না হতেই শুরু হবে সাংস্কৃতিক প্রতিযোগিতা।
তরুণদের মননে নৈতিকতা ও মূল্যবোধ গ্রোথিত করতেই দুদক সাংবাৎসরিক ভিত্তিতে এ জাতীয় কার্যক্রম পরচিালনা করছে। এধারা অব্যাহত রাখা হবে।
সভায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন দুদক পরিচালক নাসিম আনোয়ার, উত্তম কুমার মন্ডল প্রমুখ।