এবার নাজমুল হাসানের সাথে জুটি গড়েন অধিনায়ক মুমিনুল হক। তৃতীয় উইকেটে দুই বাঁহাতি ব্যাটসম্যানের জুটির ফিফটি এসেছে ৮৪ বলে। ক্রিজে যাওয়ার পর থেকে দ্রুত রান তুলছেন মুমিনুল।
এবার নাজমুল হাসানের সাথে জুটি গড়েন অধিনায়ক মুমিনুল হক। তৃতীয় উইকেটে দুই বাঁহাতি ব্যাটসম্যানের জুটির ফিফটি এসেছে ৮৪ বলে। ক্রিজে যাওয়ার পর থেকে দ্রুত রান তুলছেন মুমিনুল।
ঢাকা টেস্টে জিম্বাবুয়ের প্রথম ইনিংসে করা ২৬৫ রানের জবাবে রোববার দ্বিতীয় দিনের খেলা শেষে তিন উইকেটে ২৪০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ফলে দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ পিছিয়ে আছে মাত্র ২৫ রানে। অধিনায়খ মুমিনুল হক ৬৮ ও মুশফিকুর রহিম ২৬ রানে অপরাজিত আছেন।
মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের প্রথম ইনিংসে করা ২৬৫ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ইনিংসের চতুর্থ ওভারে প্রথম উইকেট হারাল বাংলাদেশ। ভিক্টর নিয়াউচির করা অফ স্টাম্পের বাইরের বলে সাইফের ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে রেজিস চাকাভার গ্লাভসে। ১২ বলে ব্যক্তিগত ৮ রান করে বিদায় নেন এই ওপেনার।
সতীর্থকে হারিয়ে ওয়ানডাউনে ব্যাটিংয়ে নামা নাজমুল হাসান শান্তকে সাথে নিয়ে দারুণ ব্যাট করছিলেন ওপেনার তামিম ইকবাল। দ্বিতীয় উইকেটে দুই বাঁহাতি ব্যাটসম্যান গড়েছেন পঞ্চাশ রানের জুটি। উইকেটে থিতু হয়ে স্বচ্ছন্দে ব্যাট করছিলেন তামিম। সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত পারলেন না তামিম ইকবাল। আউট হয়ে গেলেন ৪১ রানে।
ডোনাল্ড টিরিপানোর রাউন্ড দা উইকেটে করা বলটি পিচ করে ভেতরে ঢোকে খানিকটা। তামিম লম্বা পা বাড়িয়ে চেষ্টা করেছিলেন খেলার। কিন্তু বলের লাইনে পা নিতে পারেননি। বল তার ব্যাটের ভেতরের কানায় লেগে জমা পড়ে কিপারের গ্লাভসে। ৮৯ বলে ৪১ রান করে বিদায় নিলেন তামিম। ভাঙল নাজমুল হোসেন শান্তর সঙ্গে তার ৭৮ রানের জুটি।
এবার নাজমুল হাসানের সাথে জুটি গড়েন অধিনায়ক মুমিনুল হক। তৃতীয় উইকেটে দুই বাঁহাতি ব্যাটসম্যানের জুটির ফিফটি এসেছে ৮৪ বলে। ক্রিজে যাওয়ার পর থেকে দ্রুত রান তুলছেন মুমিনুল। ইনিংসের ৩৭তম ওভারে সিকান্দার রাজার ব্যক্তিগত তম ওভারের চতুর্থ বলে পয়েন্টে এক রান নিয়ে ১০৮ বলে ৬ বাউন্ডারিতে হাফসেঞ্চুরি তুলে নেন নাজমুল হাসান।
সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে বিদায় নেন শান্ত। দলীয় ১৭২ রানের মাথায় অফ স্টাম্পের বাইরের বল ঠিক মতো খেলতে পারেননি। ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে রেজিস চাকাভার গ্লাভসে। টিশুমা পেলেন প্রথম টেস্ট উইকেট। ১৩৯ বলে সাত চারে ৭১ রান করেন শান্ত। ফলে ভাঙে ৭৬ রানের জুটি।
এরপর আর উইকেট হারায়নি বাংলাদেশ। অধিনায়ক মুমিনুলের সাথে জুটি গড়েন মুশফিকুর রহিম। এরপর ৮ বলে চারটি চারে ক্যারিয়ারের চতুর্দশ ফিফটি স্পর্শ করেন মুমিনুল।
এর আগে আগের দিনে করা ৬ উইকেটে ২২৮ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে ২৬৫ রানেই রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে ইনিংস। দ্বিতীয় দিন সকালে ব্যাটিংয়ে নেমে ৩৭ রানে বাকি চার উইকেট হারায় তারা। চার উইকেট হাতে রেখে ব্যাটিংয়ে নেমে ১ ঘণ্টা ২০ মিনিটেই অলআউট হয়ে যায় ক্রেগ আরভিনের দলটি।
দ্বিতীয় দিনে রেজিস চাকাভা ছাড়া জিম্বাবুয়ের হয়ে আর কোন ব্যাটসম্যান দাঁড়াতেই পারেনি। ৯ রানে অপরাজিত থেকে ব্যাটিংয়ে নেমে নিজের খাতায় যোগ করেন ২১ রান।