দেশের হয়ে সব ধরনের ক্রিকেটে সবাইকে ছাড়িয়ে গেছেন আগেই। পারফরম্যান্সের বিচারে তিনি সর্বকালের সেরা ব্যাটসম্যান। এবার প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৩ হাজার রানের ক্লাবে উঠেছেন জাতীয় দলের বা-হাতি এই ড্যাশিং ওপেনার।
এই ক্লাবে উঠতে তার প্রয়োজন ছিল ২৭।
রোববার মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাটিংয়ে নেমে ৪১ রান করে বিদায় নেন তামিম ইকবাল। বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যানেরই নেই এ কৃতিত্ব। ১৩ হাজারই নয়, বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যান ১২ হাজার রানই করতে পারেননি এখনও।
দ্বিতীয় সর্বোচ্চ ১১৭৫২ রান রয়েছে সাকিব আল হাসানের নামের পাশে। এছাড়া ১০ হাজারের বেশি আন্তর্জাতিক রান করা বাংলাদেশের অন্য ব্যাটসম্যান হলেন মুশফিকুর রহীম, সংগ্রহ ১১৫৭৫ রান। জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্টে নামার আগে তামিমের মোট আন্তর্জাতিক রান ছিল ১২৯৭৩।
রোববার ম্যাচের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে ব্যক্তিগত ২৭ রানে পৌঁছতেই পূরণ হয়ে যায় তার ১৩ হাজার রান। বাংলাদেশের প্রথম হলেও, বিশ্বের ৫০তম ব্যাটসম্যান হিসেবে এ মাইলফলকে পৌঁছালেন তামিম।
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান
১. তামিম ইকবাল-৩৩৭ ম্যাচের ৩৯০ ইনিংসে ১৩০১০ রান।
২. সাকিব আল হাসান-৩৩৮ ম্যাচের ৩৭৫ ইনিংসে ১১৭৫২ রান।
৩. মুশফিকুর রহিম-৩৭০ ম্যাচের ৪৭০ ইনিংসে ১১৫৭৫ রান।
৪. মাহমুদল্লাহ রিয়াদ-৩১৯ ম্যাচের ৩৩১ ইনিংসে ৮২১৯ রান।
৫. মোহাম্মদ আশরাফুল-২৫৯ ম্যাচের ৩১০ ইনিংসে ৬৬৫৫ রান।