সোহমের সঙ্গে ঘর বাঁধলেন স্বস্তিকা!
কলকাতার জনপ্রিয় অভিনেতা সোহমের সঙ্গে ঘর বাঁধলেন আরেক জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তবে বাস্তবে নয়, স্বামী-স্ত্রী বেশে পর্দায় দেখা যাবে তাদের।
ছবির নাম 'শ্রীমতি'। এটি পরিচালনা করছেন অর্জুন দত্ত।
ভারতের সংবাদমাধ্যম গুলো বলছে, 'শ্রীমতিতে' একজন উচ্চ মধ্যবিত্ত ঘরের গৃহবধূ হচ্ছেন 'শ্রী' অর্থাৎ স্বস্তিকা। এতে তার স্বামী হিসেবে দেখা যাবে সোহমকে।
পরিচালক অর্জুন দত্তের সঙ্গে এটাই সোহমের প্রথম কাজ। জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ছবিটির শুটিং। আপতত দ্রুতগতিতে চলছে শ্রীমতির প্রি-প্রোডাকশনের কাজ।
'শ্রীমতিতে' সোহম-স্বস্তিকা ছাড়াও আরও দেখা যাবে বরখা বিস্ত সেনগুপ্ত, দেবযানী বসু, তৃণা সাহা, খেয়া চট্টোপাধ্যায়, সুদর্শন চক্রবর্তী, উদয় প্রতাপ সিংরা প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/কেএইচ








