ঢাকা টেস্টে টাইগারদের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে ২৬৫ রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে। রোববার মিরপুরে দ্বিতীয় দিন সকালে ব্যাটিংয়ে নেমে ৩৭ রানে বাকি চার উইকেট হারায় তারা। প্রথম দিনের খেলা শেষে ৬ উইকেটে ২২৮ রান নিয়ে সকালে ব্যাটিং শুরু করেছিল দলটি।
ঢাকা টেস্টে টাইগারদের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে ২৬৫ রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে। রোববার মিরপুরে দ্বিতীয় দিন সকালে ব্যাটিংয়ে নেমে ৩৭ রানে বাকি চার উইকেট হারায় তারা। প্রথম দিনের খেলা শেষে ৬ উইকেটে ২২৮ রান নিয়ে সকালে ব্যাটিং শুরু করেছিল দলটি।
ঢাকা টেস্টে টাইগারদের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে ২৬৫ রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে। রোববার মিরপুরে দ্বিতীয় দিন সকালে ব্যাটিংয়ে নেমে ৩৭ রানে বাকি চার উইকেট হারায় তারা। প্রথম দিনের খেলা শেষে ৬ উইকেটে ২২৮ রান নিয়ে সকালে ব্যাটিং শুরু করেছিল দলটি।
চার উইকেট হাতে রেখে ব্যাটিংয়ে নেমে ১ ঘণ্টা ২০ মিনিটেই অলআউট হয়ে যায় ক্রেগ আরভিনের দলটি। দ্বিতীয় দিনে রেজিস চাকাভা ছাড়া জিম্বাবুয়ের হয়ে আর কোন ব্যাটসম্যান দাঁড়াতেই পারেনি। ৯ রানে অপরাজিত থেকে ব্যাটিংয়ে নেমে নিজের খাতায় যোগ করেন ২১ রান।
দ্বিতীয় দিনের শুরুতেই সাফল্য এনে দেন পেসার আবু যায়েদ রাহী। ডোনাল্ড ট্রিপিয়ানো ৮ রান করে শুরুতেই বিদায় নেন। এরপর রাহী ও তাউজুল দ্রতই দুই ব্যাটসম্যানকে শুন্য রানে বিদায় করেন। অবশেষে চাকাভাকে ব্যক্তিগত ৩০ রানে বিদায় করে জিম্বাবুয়ের ইনিংস সমাপ্তি ঘটায় তাইজুল। দ্বিতীয় দিনে বল হাতে রাহী ও স্পিনার তাইজুল দুটি করে উইকেট শিকার করেন।
এর আগে শনিবার মিরপুরে টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম দিনের খেলা শেষে ৯০ ওভারে ৬ উইকেটে ২২৮ রান রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। প্রথম দিনে ইনিংসের অষ্টম ওভারে কেভিন কাসুজাকে ফিরিয়ে দিনের প্রথম সাফল্য এনে দিয়েছেন আবু জায়েদ রাহী। দলীয় ৭ রানেরর মাথায় ব্যক্তিগত ২ রান করে নাঈম হাসানের হাতে ধরা পড়েন কাসুজা।
শুরুতে উইকেট হারিয়ে বেশ শক্ত জুটি গড়েন মাসভোরেক ও ক্যাপ্টেন কেইগ আরভিন। এক উইকেট নিয়ে ৮০ রান করে লাঞ্চ বিরতিতে যায় তারা। কিন্তু দ্বিতীয় সেশনে জিম্বাবুয়ের শিবিরে জোড়া আঘাত হানেন স্পিনার নাঈম। ইনিংসের ৪৯তম ওভারে ৬৪ রান করা মাসভোরেকে ফিরিয়েছেন এই অফ স্পিনার। পরের ওভারেই তাঁকে রিভার্স সুইপ করতে গিয়ে স্ট্যাম্পে বল টেনে এনেছেন ব্রেন্ডন টেলর। ফলে ১০ রান করে সরাসরি বোল্ড হয়ে ফের তিনি।
সতীর্থকে হারিয়ে সিকান্দার রাজাকে সাথে ফের দলের হাল ধরেন অধিনায়ক ক্রেগ আরভিন। অবশেষে দলীয় ১৭৪ রানের মাথায় সেই জুটিতে আঘাত হানেন স্পিনার নাঈম হাসান। ব্যক্তিগত ১৮ রান করে উইকেটরক্ষক লিটনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
শেষ বিকেলে জিম্বাবুয়ের শিবিরে আঘাত হানের পেসার আবু যায়েদ রাহী। টিমাইসেন মারুমা ৭ রান করে রাহীর বলে এলিবিডাব্লিউর শিকান হন। ৫ উইকেট হারালেও নিজের কাজটা ঠিকই করেন ক্যাপ্টেন। বাংলাদেশের বিপক্ষে টেস্ট ক্রিকেটে নিজের তৃতীয় সেঞ্চুরির পূর্ণ করেন তিনি। ক্যারিয়ারের ১৮তম টেস্ট খেলতে নেমে তিনি ২০৩ বলে ১৩টি বাউন্ডারিতে সেঞ্চুরির দেখা পান।
অবশেষে শেষ বিকেলে জিম্বাবুয়ের অধিনায়ক আরভিনকে সরাসরি বোল্ড করে নিজের চতুর্থ উইকেট পূর্ণ করেন নাঈম। দলীয় ৮৮.২ ওভারে নাঈমের বল তুলে মারতে গিয়ে সরাসরি বোল্ড হন। সাজঘরে ফেরার আগে ২২৭ বলে ১৩টি বাউন্ডারিতে ১০৭ রান করেন এই জিম্বাবুইয়ার।
প্রথম দিন বল হাতে নাঈম হাসান ৩৬ ওবঅরে ৬৮ রান খরচ করে একাই তুলে নেন চারটি উইকেট। এছাড়া পেসার আবু যায়েদ রাহী ১৬ ওভারে ৫১ রানে নেন দুটি উইকেট। এবাদত হোসেন ১৭ ওভারে মাত্র ২৬ রানে উইকেট শুন্য। তাইজুল ২১ ওভারে ৭৫ রান দিয়েও উইকেটের দেখা পায়নি।