এক উইকেটে ৮০ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যায় জিম্বাবুয়ে। তবে লাঞ্চের পর জিম্বাবুয়ের শিবিরে জোড়া আঘাত হেনে বাংলাদেশকে হাসার সুযোগ করে দিয়েছেন স্পিনার নাঈম হাসান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬০ ওভারে ৩ উইকেটে জিম্বাবুয়ের সংগ্রহ ১৫০ রান।
৬৪ রান করা মাসভোরেকে ফিরিয়েছেন এই অফ স্পিনার। পরের ওভারেই তাকে রিভার্স সুইপ করতে গিয়ে স্ট্যাম্পে বল টেনে এনেছেন ব্রেন্ডন টেলর। ফলে ১০ রান করে সরাসরি বোল্ড হয়ে ফের তিনি। এর আগে দিনের শুরুতে কেভিন কাসুজাকে ফিরিয়ে দিনের প্রথম সাফল্য এনে দিয়েছেন আবু জায়েদ রাহী। দলীয় ৭ রানেরর মাথায় ব্যক্তিগত ২ রান করে নাঈম হাসানের হাতে ধরা পড়েন কাসুজা।
জিম্বাবুয়ের বিপক্ষে পেস ও স্পিন মিলিয়ে বোলিং আক্রমণ সাজিয়েছে বাংলাদেশ। পেস বোলিংয়ে নতুন বল ভাগাভাগি করার জন্য আবু জায়েদ ও ইবাদত আছেন একাদশে। স্পিনের দায়িত্ব তাইজুল ইসলাম ও নাইম হাসানের কাঁধে। মাহমুদউল্লাহ বাদ পড়ায় ব্যাটিং লাইনআপ নিয়েও খুব একটা ভাবতে হয়নি। পাকিস্তান সফর না করা মুশফিক সে জায়গা নিয়েছেন।
শনিবার সকালে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এক মাত্র টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিন্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেগ আরভিন।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, লিটন দাস, আবু জায়েদ, ইবাদত হোসেন, তাইজুল ইসলাম, নাঈম হাসান।
জিম্বাবুয়ে একাদশ: প্রিন্স মাসভরে, কেভিন কাসুজা, ক্রেগ আরভিন, ব্রেন্ডন টেলর, টিমাইসেন মারুমা, সিকান্দার রাজা, রেজিস চাকাভা, ডোনাল্ড ট্রিপিয়ানো, ভিক্টর নিয়াওচি, আইনসলে এন্দলোভু, চার্ল্টন শুমা।