News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:৩৭, ২১ ফেব্রুয়ারি ২০২০
আপডেট: ২১:০২, ২১ ফেব্রুয়ারি ২০২০

করোনাভাইরাস: ইসরায়েলে প্রথম রোগী শনাক্ত

করোনাভাইরাস: ইসরায়েলে প্রথম রোগী শনাক্ত

করোনা ভাইরাস এবার হানা দিয়েছে ইসরায়েলে। প্রথমবারের মতো করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইসরায়েলে। দেশটির স্বাস্থ্য বিভাগ গণমাধ্যমকে এই খবর দিয়েছে।

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, জাপান উপকূলে দুই সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকা যাত্রীবাহী জাহাজ ডায়মন্ড প্রিন্সেসে ১১ জন ইসরায়েলি নাগরিক ছিলেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে প্লেনে করে দেশে ফিরিয়ে আনা হয়। সেখান থেকে গাড়িতে করে তাদের তেল আবিবে অবস্থিত মেডিক্যাল সেন্টারে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হলে একজনের করোনা ভাইরাস পজেটিভ পাওয়া যায়।

ওই রোগীসহ ফিরে আসা বাকি ১০ জনকে আগামী ১৪ দিন হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হবে। আর আক্রান্ত ব্যক্তি নারী বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

এক বিবৃতিতে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আমাদের প্রধান ল্যাবরেটরিতে ওই ১১ জনের স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করার পর একজনের করোনা ভাইরাস পজেটিভ পাওয়া গেছে।

নিউজবাংলাদেশ.কম/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়