মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সকাল ৯টা ৩০মিনিটে শুরু হবে বাংলাদশ ও জিম্বাবুয়ের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের উন্নতির জন্য সময় চেয়েছেন টাইগার প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সকাল ৯টা ৩০মিনিটে শুরু হবে বাংলাদশ ও জিম্বাবুয়ের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের উন্নতির জন্য সময় চেয়েছেন টাইগার প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।
ঘরের মাঠ কিংবা দেশের বাহিরে। টেস্ট ক্রিকেটে বাজে সময়টা পিছু ছাড়ছে না টাইগারদের। এই অবস্থায় আগামীকাল মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলতে মাঠে নামবে টাইগাররা। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সকাল ৯টা ৩০মিনিটে শুরু হবে বাংলাদশ ও জিম্বাবুয়ের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের উন্নতির জন্য সময় চেয়েছেন টাইগার প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।
হোম অব ক্রিকেটে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের আগে শেষ দিন অনুশীলন শেষ শুক্রবার দুপুরে মিরপুরে এমনটাই বলেন তিনি। তামিম ৫৯, মুশফিক ৬৯ ও মুমিনুল ৩৯ টেস্ট ছাড়া দলেল বাকি খেলেয়াড়রা টেস্ট ক্রিকেটে অনভিজ্ঞ। যেমন সাইফ হাসান খেলেছেন ১ টেস্ট, ওয়ানডাউনে শান্ত ৩, মিডল-লোয়ার মিডলে মিঠুন ৮, লিটন ১৯ টেস্ট। অলরাউন্ডার মিরাজ ২২, পেসে তাসকিন ৫, মোস্তাফিজ ১৩, রাহি ৮, ইবাদত ৫। পেসার হাসান মাহমুদ ও ব্যাটসম্যান ইয়াসির আলি অভিষেকের অপেক্ষায়। স্পিনে তাইজুল ২৮, নাঈম ৪ টেস্ট।
লাল বলের দাপটের সামনে অনভিজ্ঞই বটে! কোচ ডমিঙ্গো বলেন,‘ক্রিকেটকে বাংলাদেশে পাগলের মতো ভালোবাসা হয়। সংবাদমাধ্যমের মনোযোগ সত্যিই অবিশ্বাস্য। কিন্তু সবাইকে এটাও বুঝতে হবে, এই টেস্ট দলটার দিকেই দেখেন, নাজমুল ৩টি টেস্ট খেলেছে, সাইফ দ্বিতীয়টি খেলতে যাচ্ছে। আবু জায়েদ কেবল ৭টি, ইবাদত ৪ টেস্ট। দলটা সত্যিই খুব অনভিজ্ঞ টেস্টের জন্য।’
এছাড়া তিনি বলেন,‘অধিনায়ক ভারত-পাকিস্তানে অধিনায়কত্ব করেছে, বিশ্বের অন্য অধিনায়কদের দিকে তাকান, তাদের হাতে যা থাকে, ১০০-১৫০ টেস্ট খেলা পেসার। ব্রড, রাবাদা, ফিল্যান্ডার, স্টার্ক থাকে। সেদিক থেকে সত্যিই খুব অনভিজ্ঞ টেস্ট দল এটা।’
কোচের ভাষায়,‘যা বলার চেষ্টা করছি, সমর্থক-সংবাদমাধ্যমকে ধৈর্য ধরতে হবে। বিশ্বে টেস্টে এটিই এখন সবচেয়ে অনভিজ্ঞ দল। আমরা ভারত-পাকিস্তান যেয়ে একদিনের অনুশীলনে খেলেছি। সবাই যথেষ্ট পরিশ্রম করছে। সবার সমর্থন খুবই গুরুত্বপূর্ণ। কিছুটা সময় দরকার ওদের। ওরাও জানে ভালো খেলতে হবে, সেই চেষ্টাটা করছে। একটু ধৈর্য ধরতে হবে। সবাইকে ওরা গর্বিত করবেই। শুধু খানিকটা সময় দরকার।’