artk

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ২০, ২০২০ ৮:৩৬

‘ক্ষেতে দৌড়াও, জোরে বল করতে পারবে’

media

বাংলাদেশ দলের তরুণ পেসার আবু জায়েদ রাহীকে ক্ষেতে দৌড়ানোর পরামর্শ দিয়েছেন ভারত সেরা পেসার মোহাম্মদ সামি।

গত নভেম্বরে তিনটি টি-টোয়েন্টি আর দুটি টেস্ট ম্যাচ খেলতে ভারত সফরে যায় বাংলাদেশ দল। সেই সফরে পেস বোলিংয়ে গতি বাড়ানোর জন্য মোহাম্মদ সামির পরামর্শ চান রাহী। টাইগার পেসারকে বলে গতি বাড়ানোর জন্য ক্ষেতে দৌড়ানোর পরামর্শ দেন সামি।

এ ব্যাপারে আবু জায়েদ রাহী বুধবার মিরপুরে সাংবাদিকদের বলেন, “সামির সঙ্গে কথা হয়েছিল। সে আমাকে বলেছে ক্ষেত চেন? ক্ষেতে দৌড়াও। এতে শরীর ফিট হবে এবং জোরে বল করতে পারবে।”

সবশেষ আফগানিস্তানের সঙ্গে ঘরের মাঠে যে দলটা খেলল, ভারত সফরে দেখা গেল বেশকিছু পরিবর্তন। এর পর পাকিস্তান সফরেও একই অবস্থা, দলে একাধিক পরিবর্তন। এখন আবার জিম্বাবুয়ে সিরিজে কয়েকজনকে বাদ দেয়া হয়েছে।

ক্রিকেটাররা এভাবে দলে আসা-যাওয়ার মধ্যে থাকলে ভালো করা কঠিন হয়ে যায়। এমনটি জানিয়ে আবু জায়েদ রাহী বলেন, “দলে থাকব কি থাকব না, এ রকম দুশ্চিন্তা থাকলে পারফর্ম করা কঠিন হয়ে যায়।”

টেস্ট খেলার লক্ষ্য নিয়ে আবু জায়েদ বলেন, “সত্যি বলতে এখনও একশ টেস্ট খেলার অনুভূতি আসেনি। অনেক টেস্ট খেলতে চাই। ৫০-৭৫ টেস্ট হলেই খুশি। এখন পর্যন্ত মাত্র আটটি টেস্ট খেলেছি।”

পশুর চেয়েও নিকৃষ্ট ধর্ষক: প্রধানমন্ত্রী করোনা ভাইরাসের কারণে হজে যাওয়া না হলে টাকা ফেরত: ধর্ম প্রতিমন্ত্রী দাঙ্গা নয়, দিল্লিতে পরিকল্পিত গণহত্যা হয়েছে: মমতা ভারতের সম্মান তলিয়ে দিয়েছে মোদি সরকার: মমতা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হচ্ছে সুনামগঞ্জে এনামুল-রুপন ছয় দিনের রিমান্ডে পিরোজপুরে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা চলতি বছরই তিস্তা চুক্তির সম্ভাবনা: শ্রিংলা ঢাকা উত্তরের নির্বাচন বাতিল চেয়ে তাবিথের মামলা খুলনায় ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা অভিনেতা গোলাম মুস্তাফার জন্মদিন সোমবার আদালতে টাউট-বাটপার শনাক্তের নির্দেশ পাওয়ার ট্রলিকে ধাক্কা দিয়ে বিকল রেলইঞ্জিন কলকাতা সফরে এসে প্রবল বিক্ষোভের মুখে অমিত শাহ রোবট চালাবে গাড়ি! ভিপি নূরকে হত্যার হুমকি দেয়ার পর দুঃখ প্রকাশ টেকনাফে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৭ জন নিহত রাখাইনপ্রদেশে সেনাদের গুলিতে শিশুসহ ৫ রোহিঙ্গা নিহত ইস্কাটনে ভবনে আগুন: মায়ের পর চলে গেলেন রুশদির বাবাও চট্টগ্রামে একটি বস্তিতে অগ্নিকাণ্ডে নিহত ২ দেশে প্রতিদিন যক্ষ্মায় মারা যায় ১৩০ জন: স্বাস্থ্যমন্ত্রী করোনাভাইরাস আতঙ্কে আয়ারল্যান্ডের স্কুল বন্ধ ঘোষণা বিশিষ্ট সুরকার সেলিম আশরাফ আর নেই মোদীকে অতিথি হিসেবে সর্বোচ্চ সম্মান দেওয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী মধুর যত জাদুকরী গুণ চিপসের প্যাকেটের ভিতর খেলনা নয়: হাইকোর্ট আমার গাড়িতেও অস্ত্র আছে কী না আমি জানি না: শামীম ওসমান ফ্র্যান্সেও করোনা, অনিশ্চিত কান চলচ্চিত্র উৎসব উপনির্বাচন: গাইবান্ধা-৩ আসনে প্রতীক বরাদ্দ গুজব ও গণপিটুনি রোধে হাইকোর্টের ৫ নির্দেশনা