রাইখালী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. এনামুল হক জানান, গতরাতে ফোনে ইউপি সদস্য মংচিং মারমার স্ত্রী ঘটনার বিষয়ে আমাকে অবগত করেছেন। ভোরে আমি ঘটনাস্থলে যাই।
রাইখালী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. এনামুল হক জানান, গতরাতে ফোনে ইউপি সদস্য মংচিং মারমার স্ত্রী ঘটনার বিষয়ে আমাকে অবগত করেছেন। ভোরে আমি ঘটনাস্থলে যাই।
রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মংচিং মারমাকে অপহরণ করার অভিযোগ উঠেছে।
রাইখালী ইউনিয়নের কারিগড় পাড়ায় মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
ইউপি সদস্য মংচিং মারমার স্ত্রী বলেন, রাত সাড়ে ১১টার দিকে আমরা সবাই ঘুমিয়ে পড়ি। এসময় তিনজন সামরিক পোশাক পরিহিত লোক ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে আমার স্বামীকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। এসময় বাইরে আরও ২০-২৫ জন লোক ছিল। তারা কোন দলের ছিল তা জানতে পারিনি।
সন্ত্রাসীরা তার স্বামীকে কারিগর পাড়া রাইখালী পুনর্বাসনের দিকে নিয়ে যায় বলে জানান তিনি। ঘটনার পরপর চন্দ্রঘোনা থানাকে খবর দিলে পুলিশ রাতে ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তা জোরদার করে।
রাইখালী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. এনামুল হক জানান, গতরাতে ফোনে ইউপি সদস্য মংচিং মারমার স্ত্রী ঘটনার বিষয়ে আমাকে অবগত করেছেন। ভোরে আমি ঘটনাস্থলে যাই।
তিনি আরও জানান, ইউপি সদস্যকে কে বা কোন দল অপহরণ করে নিয়ে গেছে সে ব্যাপারে এখনও কোনো খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উদ্দিন জানান, অপহৃত ইউপি সদস্যকে উদ্ধারে চন্দ্রঘোনা থানা পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে।