টাঙ্গাইলের ভূঞাপুরে ৯৭৯ বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ।
টাঙ্গাইলের ভূঞাপুরে ৯৭৯ বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ।
টাঙ্গাইলের ভূঞাপুরে ৯৭৯ বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ।
বুধবার সকাল আটটার দিকে উপজেলার গোবিন্দাসী নৌ ঘাট থেকে এ ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে পালিয়ে গেছে প্রাইভেটকারের চালক।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রাশিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় গোলচত্বর এলাকায় ডিউটি করছিলেন সার্জেন্ট ওয়ালিদ।
এ সময় উত্তরাঞ্চল থেকে ছেড়ে আসা প্রাইভেটকারটিকে দেখে সন্দেহ হয় ওয়ালিদের। সে প্রাইভেটকাটিকে সিগন্যাল দিলে দ্রুত ভূঞাপুর দিকে চলে আসে। পরে গোবিন্দাসী নৌঘাটে প্রাইভেটকার রেখে চালক পালিয়ে যায়। এ সময় প্রাইভেটকার থেকে বিভিন্ন পন্থায় মোড়ানো ৯৭৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।