News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:২১, ১৮ ফেব্রুয়ারি ২০২০
আপডেট: ০৫:৪৮, ২১ অক্টোবর ২০২০

যাত্রা শুরু করছে বাংলাদেশে তৈরী রিয়েলমি

যাত্রা শুরু করছে বাংলাদেশে তৈরী রিয়েলমি

দীর্ঘদিনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে চীনা মোবাইল ব্র্যান্ড রিয়েলমি। রিয়েলমির দক্ষিণ পূর্ব ও দক্ষিণ এশিয়ার অঞ্চলের ব্র্যান্ডিং পরিচালক নিওন শি জানিয়েছেন ওইদিন শুধু ব্র্যান্ডই লঞ্চ করবে তারা।

এরপর মার্চ থেকে গাজীপুরের কারখানায় তৈরি মেড ইন বাংলাদেশ ট্যাগযুক্ত স্মার্টফোন ও পরে হেডফোন, স্মার্টওয়াচ বাংলাদেশের বাজারে উন্মোচন করবে রিয়েলমি।

রিয়েলমি সূত্র জানিয়েছে, গত বছর গাজীপুরে কারখানা স্থাপন করে স্মার্টফোন তৈরির কাজ শুরু করেছে তারা। সেখানে ২৫০ জনের বেশি কর্মী তিনটি সারিতে স্মার্টফোন তৈরিতে কাজ করছেন। এ ছাড়া রাজধানীর পুলিশ প্লাজায় কার্যালয় স্থাপন করে ১৫ জনের মতো কর্মীর মাধ্যম ব্যবসা শুরু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। ইতিমধ্যেই আরো নতুন কর্মী নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে তারা।

ঢাকায় ব্র্যান্ড শপ স্থাপনসহ ঢাকার বাইরেও ব্যবসা বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছেন রিয়েলমির দক্ষিণ পূর্ব ও দক্ষিণ এশিয়ার অঞ্চলের ব্র্যান্ডিং পরিচালক নিওন শি। তিনি আরো জানান, দেশে ই-কমার্সের পাশাপাশি অফলাইনেও মোবাইল বিক্রির পরিকল্পনা রয়েছে রিয়েলমি।

প্রসঙ্গত, ডেয়ার টু লিপ ট্যাগলাইনে ২০১৮ সালের মে থেকে বিশ্বব্যাপী কার্যক্রম পরিচালনা করছে স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। গত দুই বছরে বৈশ্বিক স্মার্টফোন বিক্রির বাজারে দ্রুত বর্ধনশীল এ স্মার্টফোন ব্র্যান্ডটি ইতিমধ্যেই শীর্ষ সাতে স্থান করে নেয়। ২০১৯ সালে বিশ্ব স্মার্টফোন বাজারের ২২টি দেশে তাৎক্ষণিক প্রবেশ করে এবং ধীরে ধীরে সমগ্র বৈশ্বিক বাণিজ্য কৌশল রপ্ত করে শীর্ষ ৫ মোবাইল হিসেবে বিশ্বের বিভিন্ন বাজারে স্বীকৃতি লাভ করে। সমসাময়িকভাবে বিশ্বব্যাপী রিয়েলমি ইউজার ২ কোটি ৫০ লাখ ছাড়িয়ে গেছে, যা প্রতিবছর ৫০০ গুন হারে বাড়ছে।

নিউজবাংলাদেশ.কম/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়