দুদক পরিচালক হলেন প্রনব কুমার ভট্টাচার্য্য
									
															দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক হলেন জনসংযোগ কর্মকর্তার প্রনব কুমার ভট্টাচার্য্য। সোমবার দুদকের প্রধান কার্যালয় থেকে কমিশন সভার সম্মতিক্রমে সিদ্ধান্তে তাকে পরিচালক হিসাবে পদায়ন করা হয়েছে এবং সোমবারই তিনি পরিচালক হিসাবে যোগদান করেছেন।
এর আগে গত ৬ ফেব্রুয়ারি কমিশন সভায় তাকে পরিচালক হিসাবে পদায়ন বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছিল।
প্রনব কুমার ভট্টাচার্য্য ২০০৯ সালে ২৬ অক্টোবরে সহকারী পরিচালক যোগদান করেন। এরপর পদোন্নতি পেয়ে ২০১০ সালের ৭ ডিসেম্বর উপ পরিচালক হিসেবে জনসংযোগ দফতরের দায়িত্ব পালন করে আসছেন। তিনি ২৪তম বিসিএসের তথ্য ক্যাডারে চাকরি জীবন শুরু করেন।
নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এএস








