News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৫৪, ১৩ ফেব্রুয়ারি ২০২০
আপডেট: ০১:৫৯, ১ মার্চ ২০২০

ডিএসইতে এক বছরের সেরা লেনদেন

ডিএসইতে এক বছরের সেরা লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন দুই স্টকের ৭৩ দশমিক ৯৯ শতাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। আগের কার্যদিবস তুলনায় এদিন দুই স্টকের লেনদেন বেড়েছে।

বৃহস্পতিবার দুই স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, আজ ডিএসইর লেনদেন হয়েছে ৭৩০ কোটি ৫৭ লাখ টাকা। যা গত ১১ মাস ২৫ দিন বা ৩৬০ দিনের মধ্যে সর্বোচ্চ লেনদেন হিসেবে গন্য। এর আগে গত বছরের ১৮ ফেব্রুয়ারি ডিএসইর ৮৯১ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আগের কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল ৬৫৭ কোটি ১৯ লাখ টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৩টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে বেড়েছে ২৫৯টির বা ৭৩ দশমিক ৩৭ শতাংশ, কমেছে ৬৫টির এবং পরিবর্তন হয়নি ৩২টির দর।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮৩ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৫৬৪ দশমিক ৬১ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ২০ দশমিক ৫৬ পয়েন্ট ও ডিএসইএস বা শরিয়াহ সূচক ১৫ দশমিক ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রম ১ হাজার ৫৩৬ দশমিক ৬৩ পয়েন্টে ও ১ হাজার ৪৫ দশমিক ৮১ পয়েন্টে।

টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানি হলো- খুলনা পাওয়ার, লাফার্জহোলসিম বাংলাদেশ, ইন্দো-বাংলা ফার্মা, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, এসএস স্টিল, ওরিয়ন ইনফিউশন, ডরিন পাওয়ার, এডিএন টেলিকম, সামিট পাওয়ার, বেক্সিমকো।

অপর পুঁজিবাজার সিএসইতে লেনদেন হয়েছে ৭৩ কোটি ৩৯ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ১৯ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার। এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ২৬৯ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯০৩ দশমিক ২৬ পয়েন্টে।

সিএসই-৫০ সূচক ১৬ দশমিক ৭৩ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১৯৪ দশমিক ৪৭ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ১৬৫ দশমিক ১৩ পয়েন্ট ও সিএসআই সূচক ১৪ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৭ দশমিক ৫১ পয়েন্টে, ১১ হাজার ৯৫৮ দশমিক ১০ পয়েন্টে, ৮ হাজার ৪৩২ দশমিক ৪৬ পয়েন্টে ও ৯০৩ দশমিক ৪৯ পয়েন্টে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৬০টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৯৪টির বা ৭৪ দশমিক ৬১ শতাংশ, কমেছে ৪২টির এবং ২৪টি কোম্পানির শেয়ার দরে কোন পরিবর্তন হয়নি।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়