অতীতের হারের জেদ থেকেই বিশ্বজয়: জালাল ইউনুস

বড় মঞ্চে ভারতের বিপক্ষে ম্যাচ মানেই বাংলাদেশের স্বপ্ন ভঙ্গ। অবশেষ সেই ভারতকে গুড়িয়ে দিয়ে আইসিসি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের শিরোপা জিতেছে বাংলাদেশের যুবরা। দক্ষিণ আফ্রিকার পরাক্রমশালী প্রতিপক্ষকে ৩ উইকেটে হারিয়ে জুনিয়র টাইগাররা রোববার পচেফস্ট্রুমে লিখেছে অনন্য ইতিহাস। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এনে দিয়েছে সবচেয়ে বড় গৌরব।
বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস মনে করেন, অতীতে হারের গ্লানি জেদ ধরিয়ে দিয়েছিল তরুণদের। সেটিই জ্বালানি হিসেবে কাজ করেছে বিশ্বকাপ জয়ে।
সোমবার দুপুরে মিরপুরে এ বিষয়ে তিনি বলেন,‘অতীতে আমরা অনেক কাছাকাছি গিয়েছি, কিন্তু পারিনি। এই ভারতের সঙ্গেই কাছাকাছি গিয়েছিলাম। ২০১৬তে আমাদের একটা সুযোগ ছিল, সেখানে আমরা পারিনি। এখন ছেলেরা বিশ্বকাপ ট্রফিটা নিয়ে আসছে, অনুভূতি অসাধারণ। ভাষায় প্রকাশ করে বলা যাবে না।’
এছাড়া বিসিবির এই পরিচালক বলেন, ‘একটা জিনিস ভালো লেগেছে, তরুণ ক্রিকেটারদের চেষ্টাটা। যেভাবে দাপটে জিতেছে সত্যিই দুর্দান্ত। তাদের শারীরিক ভাষাই বলছিল তাদের মধ্যে একটা জেদ কাজ করছে। এই জেদটা একটা ফ্যাক্টর ছিল। স্কিল থাকতে পারে, টেকনিক থাকতে পারে। কিন্তু খেলোয়াড়দের মধ্যে জেদ, ফাইটার মনোভাব। খেলোয়াড়দের মধ্যে যে ফাইটিং স্পিরিট দেখেছি তা অসাধারণ।’
নিউজবাংলাদেশ.কম/এসএস/এএস