News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:০০, ৩ ফেব্রুয়ারি ২০২০
আপডেট: ০৭:৫৬, ১৬ ফেব্রুয়ারি ২০২০

৫৭৫ কোটি টাকা পরিশোধে প্রস্তুত জিপি

৫৭৫ কোটি টাকা পরিশোধে প্রস্তুত জিপি

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের কাছে বকেয়া দুই হাজার কোটি টাকার মধ্যে (বিটিআরসি) ৫৭৫ কোটি টাকা পরিশোধ করতে প্রস্তুত আছে মোবাইল অপারেটর গ্রামীণফোন (জিপি)। বাকি অর্থ পরিশোধের ক্ষেত্রে আদালতের রায় অনুযায়ী সিদ্ধান্ত নেবে জিপি।

সোমবার রাজধানীর বসুন্ধরায় জিপি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রতিষ্ঠানটির সিইও ইয়াসির আজমান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইয়াসির আজমান বলেন, রাষ্ট্রপতিকে গ্রামীণফোন নয়, চিঠি পাঠিয়েছিল টেলিনর। যদিও টেলিনরেরও এ ধরনের চিঠি পাঠানো সমীচীন হয়নি বলে মনে করেন বিটিআরসির আইনজীবী।

সিইও আরও বলেন, আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে প্রতিষ্ঠানটি রিভিউ করলেও আদালত এখনোও কোন স্থগিতাদেশ দেননি। ফলে এ মাসের ২৪ তারিখের মধ্যেই বিটিআরসির কাছে জিপিকে ২ হাজার কোটি টাকা পরিশোধ করতে হবে।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়