প্যালিনড্রোম নামা
এক অদ্ভুত অঙ্কের খেলা

প্যালিনড্রোম হলো এমন কিছু বিশেষ শব্দ আর সংখ্যা যার আরম্ভ বা শেষ দুদিক থেকেই পড়লে শব্দের উচ্চারণ আর অর্থের কোন বদল হয় না। বা সংখ্যার মান একই থাকে (সংখ্যার ক্ষেত্রে)। মূল গ্রিক শব্দ প্যালিনড্রোমাস (অর্থ: Running back again) থেকে ইংরেজি প্যালিনড্রোম শব্দটি এসেছে। বাংলা ভাষায় একে দ্বিমুখী শব্দ বা সংখ্যা বলা যায়।
এধরনের দ্বিমুখী শব্দ বা বাক্য সাজাতে যারা দক্ষ তাদের ‘পেলিনড্রোমিস্ট’ বলা হয়।
ফেব্রুয়ারি ২০২০ অর্থাৎ ০২-০২-২০২০ তারিখটি একটি বিরল প্যালিনড্রোম যা আর কখনোই ফেরত আসবে না। ঠিক এক হাজার দশ (১০১০) বছর পর এর পরবর্তী সংখ্যা ০৩-০৩-৩০৩০ অর্থাৎ ৩ মার্চ ৩০৩০ তারিখটি হবে প্যালিনড্রোম।
রোববারের (২ ফেব্রুয়ারি) তারিখটি একটি আন্তর্জাতিক প্যালিনড্রোম। তারিখটি " মাস / দিন / বছর" বা "দিন / মাস / বছর" হিসাবে যেভাবেই লেখা হোক না কেন এটি কার্যকর হয় যেকোনো বিপরীত দিক থেকে।
গত শতাব্দীর একমাত্র প্যালিনড্রোমিক বছর ছিল ১৯৯১ সাল। একবিংশ শতাব্দীতে ফেলে আসা ২০০২ সালটিই হল একমাত্র প্যালিনড্রোমিক সাল। আর পরের শতাব্দীতে ২১১২ হবে প্যালিনড্রোমিক বছর।
আবার দিন, মাস ও সাল ধরে আট সংখ্যার তারিখ খুঁজে দেখলে বর্তমান শতাব্দীতে কুড়িটি প্যালিনড্রোমিক তারিখ পাওয়া যাবে। যেমন- প্রথমটি ছিল ১০-০২-২০০১। তারপর চলে গেছে ২০-০২-২০০২, ১১-০২-২০১১ এবং ২১-০২-২০১২।
সামনে আসছে-
১২-০২-২০২১, ২২-০২-২০২২, ১৩-০২-২০৩১, ২৩-০২-২০৩২, ১৪-০২-২০৪১, ২৪-০২-২০৪২, ১৫-০২-২০৫১, ২৫-০২-২০৫২, ১৬-০২-২০৬১, ২৬-০২-২০৬২, ১৭-০২-২০৭১, ২৭-০২-২০৭২, ১৮-০২-২০৮১, ২৮-০২-২০৮২, ১৯-০২-২০৯১ এবং ২৯-০২-২০৯২।
সুতরাং বলা যায়, এই শতাব্দী হলো আট সংখ্যার তারিখের ভিত্তিতে প্যালিনড্রোম সমৃদ্ধ। বিগত সহস্রাব্দে শেষ যে আট সংখ্যার তারিখটি আমরা প্যালিনড্রোম হিসেবে পেয়েছি তা দ্বাদশ শতাব্দীতে - ২৯-১১-১১৯২।
প্যালিনড্রোমিক লেখা প্রাচীন ‘কিরাতার্জুনীয়’ কাব্যের বহু অনুচ্ছেদে দেখা যায়। এমনই একটি অনুচ্ছেদ হলো- “সারস নয়না ঘন অঘ নারচিত রতার কলিক হর সার রসাসার রসাহর কলিকর তারত চিরনাঘ অনঘ নায়ন সরসা”, চতুর্দশ শতকে দৈবজ্ঞ সূর্য পণ্ডিতের লেখা ‘রামকৃষ্ণ বিলোম কাব্যম’ নামে ৪০টি শ্লোকের যে বিখ্যাত কবিতা রয়েছে তার রচনাশৈলীও ভারি অদ্ভুত। প্রতিটি শ্লোকই এক-একটি প্যালিনড্রোম।
আবার কবিতাটি সামনে থেকে পড়লে রাম ও রামায়ণের কাহিনি আর পেছন থেকে পড়লে কৃষ্ণ ও মহাভারতের কাহিনি। যেমন ৩ নং শ্লোকে রয়েছে “তামসীত্যসতি সত্যসীমতা মায়য়াক্ষমসমক্ষয়ায়মা। মায়য়াক্ষমসমক্ষয়ায়মা তামসীত্যসতি সত্যসীমতা।”
নিউজবাংলাদেশ.কম/এএস