News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:২৮, ২৭ জানুয়ারি ২০২০
আপডেট: ০৪:৫৭, ১৬ ফেব্রুয়ারি ২০২০

সিলেটে মাঝারি মাত্রার ভূমিকম্প

সিলেটে মাঝারি মাত্রার ভূমিকম্প

সিলেটে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সোমবার বেলা ১টা ১১ মিনিটের দিকে এ ভূমিকম্প আঘাত হানে। আতঙ্কিত হয়ে অনেকে বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে রাস্তায় বের হয়ে আসেন।

সিলেট আবহাওয়া অধিদপ্তরের সিনিয়র পর্যবেক্ষক লুৎফুর রহমান জানান, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.১। যার উৎপক্তিস্থল ছিল সিলেটের সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটের নিকটবর্তী এলাকা।

সিলেট নগরের বাসিন্দা মতিউর রহমান জানান, ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে ভবন কেঁপে ওঠে। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, সিলেট ভূমিকম্পের জন্য অপেক্ষাকৃত ঝুঁকিপূর্ণ এলাকা। ফলে মৃদু্ ভূমিকম্পেই নগরবাসীর মধ্যে আতঙ্ক দেখা দেয়।

সর্বশেষ গত বছরের ১৯ জুলাই বেলা ৩টার দিকে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছিল। যার স্থায়িত্ব ছিল প্রায় ১০ সেকেন্ড।

নিউজবাংলাদেশ.কম/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়