News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৩৫, ২৫ জানুয়ারি ২০২০
আপডেট: ০৫:২০, ১ মার্চ ২০২০

৯ উইকেটে লজ্জার হার টাইগারদের

৯ উইকেটে লজ্জার হার টাইগারদের

পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। লজ্জার ব্যাটিংয়ের দিনে স্বাগতিকদের সাথে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। এ জয়ের ফলে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে এক ম্যাচ আগেই ২-০ তে সিরিজ জিতলো বিশ্বসেরা পাকিস্তান।

টাইগারদের দেয়া ১৩৭ রানের সহজ রানের লক্ষে ব্যাটিংয়ে নেমে ১৬.৪ ওভারে এক উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে পাকিস্তান। ওপেনার হাসান আলী দ্বিতীয় ওভারে শুন্য রানে শফিউলের বলে বিদায় নেন। এরপর আর কোন উইকেট হারায়নি তারা। অধিনায়ক বাবর আজম ও অভিজ্ঞ মোহাম্মদ হাফিজের অসাধারণ ব্যাটিংয়ে জয় নিশ্চিত করে তারা। বাবর ৪৪ বলে অপরাজিত ৬৬ ও হাফিজ ৪৯ বলে অপরাজিত ৬৭ রান করেন।

লাহোরে টস জিতে ব্যাট করতে নেমে ওপেনার তামিম ইকবাল ছাড়া আর কোন ব্যাটসম্যান পাকিস্তানের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি। ব্যাটিং ব্যর্থতায় নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে মাত্র ১৩৬ রান তুলেছে বাংলাদেশ। শুরুতেই দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে টাইগাররা। ওপেনার মোহম্মদ নাঈম ইনিংসের দ্বিতীয় ওভারে শুন্য রানে বিদায় নেন শাহিন শাহ আফ্রিদির বলে। এরপর ওয়ানডাউনে ব্যাটিংয়ে নেমে ইনিংসের পঞ্চম ওভারের দ্বিতীয় বলে ব্যক্তিগত ৯ রানে বিদায় নেন মেহেদী হাসান।

অস্টম ওভারে বিদায় নেন লিটন কুমার। ১৪ বলে মাত্র ৮ রান করে শোয়েব খানের বলে এলবিডাব্লির শিকার। ৭.৫ ওভারে তিন উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ তখন ৪১। এরপর তামিম ইকবালের সাথে জুটি গড়েন আফিফ হোসেন। দলীয় ৮৬ রানের মাথায় তিনিও বিদায় নেন। ২০ বলে একটি করে চার ও ছক্তায় ২১ রান করে মোহম্মদ হাসানের বলে ক্যাচ দিয়ে ফেরেন।

শেষ মহুর্তে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্যর জুটিতে বড় স্তোর গড়তে পারেনি সফরকারীরা। অধিনায়ক মাহমুদউল্লাহ ১২ বলে মাত্র ১২ রান করে বিদায় নেন। সৌম্য ৫ বলে অপরাজিত ৫ ও আমিনুল ইসলাম ৪ বলে অপরাজিত ৮ রান করেন। বল হাতে পাকিস্তানের পক্ষে মোহম্মদ হাসান সর্বোচ্চ দুটি উইকেট নেন।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়